shono
Advertisement

বিশ্বকাপের মহড়ায় নজর রোহিতের, আজ শচীনকে পিছনে ফেলে নয়া কীর্তি গড়বেন বিরাট?

বিশ্বকাপের আগে সবমিলিয়ে আর বারোটা ম্যাচ পাবেন রোহিতরা।
Posted: 02:06 PM Jul 27, 2023Updated: 02:06 PM Jul 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক ৭৩ দিন। দিনপঞ্জির হিসাবে ঠিক এতদিনের ব্যবধানেই দেশের মাটিতে বিশ্বকাপ অভিযানে (Criket World Cup 2023) নামবে ‘টিম ইন্ডিয়া’। সেই বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার, ব্রিজটাউনে। বিশ্বকাপের আগে সবমিলিয়ে আর বারোটা ম‌্যাচ পাবেন রোহিতরা (Rohit Sharma)। ভারতীয় অধিনায়ক চাইছেন এই ম‌্যাচগুলোতে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিতে। এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বললেন, ‘‘বিশ্বকাপের আগে আর বারোটা ম‌্যাচ রয়েছে। আমাদের এই ম‌্যাচগুলোতে সবকিছু দেখে নিতে হবে।’’ আসলে ভারতীয় টিম ম‌্যানেজমেন্ট যাবতীয় প্রস্তুতি, কম্বিনেশন সব দেখে নিতে চাইছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরেই হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে।

Advertisement

ভারতীয় দল যেখানে বিশ্বকাপের মহড়ায় নামছে, সেখানে আবার এক নতুন শুরুর অপেক্ষায় ক্যারিবিয়ান ক্রিকেট। বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে লয়েড-ভিভ রিচার্ডসদের দেশ। ব্যর্থতার পর্ব কাটিয়ে তাই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সাই হোপরা। রোহিত অবশ‌্য বিপক্ষ নিয়ে খুব একটা ভাবছেন না। বলে দিলেন, ‘‘ওরা কী করছে, না করছে, সেটা ভেবে আমাদের লাভ নেই। আমরা জানি আমাদের কী করতে হবে। সেই মতোই এগোচ্ছি।’’

[আরও পড়ুন: মণিপুরের পাশে দাঁড়াতে কালো পোশাক I.N.D.I.A সাংসদদের, মোদিকে নিশানা তৃণমূলের]

একদিনের সিরিজ শুরুর আগে ভিন্ন মেজাজে পাওয়া গেল ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরকে। বার্বেডোজে কিংবদন্তি ফ্র্যাঙ্ক ওরেল বার্ষিক স্মৃতি বক্তৃতা সভায় বিশেষ আমন্ত্রিত ছিলেন দ্রাবিড়, আগরকর। সেখানে ভারতীয় দলের হেড কোচ, মুখ্য নির্বাচকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অনুষ্ঠানের প্রধান বক্তা তথা বার্বেডোজের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলি। উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ, কোচ ডারেন স‌্যামিও।

তবে এসবের চেয়েও বড় আলোচ‌্য বিষয় হল বিরাট কোহলি আর ভারতীয় নির্বাচকদের লম্বা আলোচনা। প্র্যাকটিসের সময় দীর্ঘক্ষণ আগরকর আর সলিল আঙ্কোলাকে কথা বলতে দেখা যায় বিরাটের সঙ্গে। যার পরই জল্পনা শুরু করে যায়–তাহলে কি বিশ্বকাপের স্কোয়াড নিয়েই যাবতীয় চর্চা? আরও একটা ব‌্যাপার আছে। বিরাট কিন্তু একদিনের ক্রিকেটে আরও একটা মাইলফলকের সামনে দাঁড়িয়ে। পোর্ট অব স্পেনে সেঞ্চুরি করেছিলেন। ওয়ান ডে’তে আর ১০২ রান করলেই স্পর্শ করবেন ১৩,০০০ রানের গণ্ডি। দ্রুততম তেরো হাজার করতে পারলে পিছনে ফেলবেন শচীন তেণ্ডুলকরকে। যে ফর্মে রয়েছেন, সেই নজির ব্রিজটাউনে বিরাট ঘটিয়ে ফেললে অবাক হওয়ার কিছু নেই।

[আরও পড়ুন: মোদি-যোগীর আধারের তথ্যবদল যুবকের! গ্রেপ্তার অভিযুক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement