সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পর ভারত। আবারও নিজেদের মালপত্র নিজেরাই বয়ে নিয়ে গেলেন তারকা ক্রিকেটাররা! বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পা দিল ভারতীয় দল। সেখানেই দেখা গেল, নিজেদের সুটকেস মাথায় তুলে নিয়ে হেঁটে চলেছেন রিঙ্কু সিংরা। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে ভারত।
বিমানযাত্রায় কীভাবে সময় কাটালেন সূর্যকুমার যাদবরা? সেই অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। বেশ খোশমেজাজেই দেখা যায় অর্শদীপ সিং, শ্রেয়স আইয়ারদের। বিমানে সেলফি তুলে আর ঘুমিয়ে সময় কাটান তাঁরা। দুবাই হয়ে ডারবানের উদ্দেশে রওয়ানা দেয় ভারতীয় দল। বৃহস্পতিবার সকালে প্রোটিয়াদের দেশে নামেন তাঁরা। স্থানীয় পোশাকে সেজে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানান হোটেলের কর্মীরা।
[আরও পড়ুন: সতীর্থদের সঙ্গে ঝগড়া, সিনিয়রদেরও সম্মান করে না, গম্ভীরকে তোপ শ্রীসন্থের]
এই ভিডিওতেই ধরা পড়ে ভারতীয় ক্রিকেটারদের মালবহনের দৃশ্য। নিজেদের পিঠের ব্যাগ সামলেই বড় সুটকেসও নিয়ে দৌড়তে দেখা যায় তারকা ক্রিকেটারদের। এখানেই পাক ক্রিকেটারদের সঙ্গে সূর্যকুমারদের মিল খুঁজে পেয়েছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজে গিয়ে নিজেদের জিনিসপত্র বইতে দেখা যায় শাহিন আফ্রিদিদের। এমন দৃশ্য দেখার পরে অনেকেই জল্পনা শুরু করেছিলেন সিরিজ চলাকালীনও কি নিজেদের মাল নিজেদেরই বইতে হবে রিজওয়ানদের?
তবে ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে ব্যাপারটা হয়তো অন্যরকম। আসলে ডারবান বিমানবন্দরে পৌঁছতেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়। বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাস পর্যন্ত পৌঁছনোর সময়টুকুর জন্যই সুটকেস মাথায় নিয়ে ছুট লাগান সূর্যকুমাররা। তার পরে বাস ধরে হোটেলে পৌঁছেছেন ক্রিকেটাররা সকলেই।