shono
Advertisement

Breaking News

ইংল্যান্ডকে হারিয়ে আজ সিরিজ জয়ের সঙ্গে আত্মবিশ্বাসও বাড়াতে চায় টিম ইন্ডিয়া

কী কী পরিবর্তন দলে? The post ইংল্যান্ডকে হারিয়ে আজ সিরিজ জয়ের সঙ্গে আত্মবিশ্বাসও বাড়াতে চায় টিম ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 01:42 PM Jul 08, 2018Updated: 02:12 PM Jul 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা ইংল্যান্ডে এখন খুশির হাওয়া৷ হওয়াটাই স্বাভাবিক৷ ৫২ বছরের শূন্যতা এবার পূর্ণতা পেতে চলেছে৷ অন্তত ইংল্যান্ড সমর্থকদের এমনটাই দাবি৷ কোয়ার্টারে জয়ের পর সেই দাবি আরও জোরালো করেছে ইংল্যান্ড ফুটবল দল৷ কিন্তু ক্রিকেট? ব্রিটেনের অলি-গলিতে এই ফুটবল ঝড়ের মধ্যে ভারত-ইংল্যান্ডের এহেন হাই প্রোফাইল সিরিজও যেন নিষ্প্রভ৷ যদিও, দ্বিতীয় ম্যাচে অ্যালেক্স হেলসরা সমতা ফেরানোর পর আজকের ম্যাচের গুরুত্ব কিছুটা হলেও বেড়েছে৷ কারণ ব্রিসবেনে আজকের ফলাফলের উপর নির্ভর করছে অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ টেস্ট আর ওয়ানডে সিরিজের আগে কোন দল বেশি আত্মবিশ্বাস নিয়ে এগোবে৷

Advertisement

[৪৬-এও তুমিই সেরা, সৌরভের জন্মদিনে অভিনব শুভেচ্ছা শেহবাগের]

প্রথম ম্যাচে যেভাবে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলেন লোকেশ রাহুল এবং কুলদীপ যাদব তাতে অনেকেরই মনে হয়েছিল অন্তত টি-২০ সিরিজ একপেশেভাবে জিততে চলেছে ভারত৷ সেই ভ্রম অবশ্য ভেঙে গেল পরের ম্যাচেই৷ যেভাবে ভারত প্রথম ম্যাচ জিতেছিল ততটা দাপট না দেখালেও দ্বিতীয় ম্যাচে সহজেই জিতেছিল ইংল্যান্ড৷ যাই হোক সিরিজ এখন ১-১৷ তাই আজকের মহাগুরুত্বপূর্ণ  ম্যাচে নজর রয়েছে ক্রিকেট মহলের৷

[কেরিয়ারের সবচেয়ে হতাশার মুহূর্ত, বিদায়বেলায় নেইমারের পোস্ট দেখে চোখে জল ব্রাজিল ভক্তদের]

প্রথম ম্যাচে রাহুল আর কুলদীপের সৌজন্যে বেশ কিছু দুর্বলতা ঢাকা পড়ে গিয়েছিল ভারতের৷ দুই টি-২০ ম্যাচে এখনও রান পাননি শিখর ধাওয়ান, প্রথম ম্যাচে রোহিত শর্মা কিছু রান করলেও মোটেই ছন্দে ছিলেন না তিনি, তাই ওপেনারদের নিয়ে চিন্তায় থাকবে ভারতীয় শিবির৷ তাছাড়া ৪ নম্বরে নেমে আসার পর নিজের স্বাভাবিক ছন্দে দেখা যাচ্ছে না অধিনায়ক কোহলিকেও৷ বোলিং বিভাগে ভুবনেশ্বর কুমার এক্কেবারে নিজের ছন্দে নেই, ছন্দে নেই যুজবেন্দ্র চাহালও৷ ভারত চাইবে ওয়ানডে সিরিজে যাওয়ার আগে ভুলগুলো শুধরে নিতে৷

[ঘরের মাটিতে শেষ রুশ বিপ্লব, টাইব্রেকারে জিতে বিশ্বকাপের সেমিতে ক্রোয়েশিয়া]

একমাত্র ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ বাদ দিলে সাম্প্রতিককালে দুর্দান্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড দলও৷ জো রুট ছাড়া দলের প্রায় সব ক্রিকেটারই ফর্মে৷ চোট সারিয়ে ফিরে এসেছেন দলের এক নম্বর অল-রাউন্ডার বেন স্টোকস৷ কিন্তু কাকে বসিয়ে তাঁকে প্রথম একাদশে ঢোকানো হবে তা নিয়ে রীতিমতো ধন্দে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট৷ বোঝাই যাচ্ছে এই মুহূর্তে বেশ শক্তিশালী ইংল্যান্ড দল৷ তবে, বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে ইংরেজদেরও৷ যাই হোক ইয়ন মরগ্যানরাও চাইবেন ওয়ান ডে সিরিজের আগে টি-২০ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে৷

The post ইংল্যান্ডকে হারিয়ে আজ সিরিজ জয়ের সঙ্গে আত্মবিশ্বাসও বাড়াতে চায় টিম ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement