shono
Advertisement

Breaking News

আজ হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে নামছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসাবেই দেখছে ভারত। The post আজ হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে নামছে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 09:47 AM Dec 06, 2019Updated: 09:47 AM Dec 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম মোটামুটি তৈরি। শুধু একজন পেসারের স্লট ফাঁকা পড়ে। বিশ্বকাপের আগে সেই একজন পেসারই এখন খুঁজতে চান ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার থেকে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেমে পড়ছে ভারত। হায়দরাবাদে যার প্রথম ম‌্যাচ। তার আগে সাংবাদিক সম্মেলনে কোহলি যা ইঙ্গিত দিয়ে গেলেন, তাতে বিশ্বকাপের টিমে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির সঙ্গে ভুবনেশ্বর কুমারের থাকা প্রায় নিশ্চিত। ফাঁকা পড়ে শুধু একজন পেসারের স্লট।

Advertisement

‘‘তিন জন পেসার প্রায় নিশ্চিত। পেসারদের শুধু একটা স্লটই পড়ে। এখন যাবতীয় লড়াই তার জন‌্যই। এটুকু বলতে পারি, সেই একটা জায়গার জন‌্য যুদ্ধটা বেশ রোমাঞ্চকর হবে,’’ বৃহস্পতিবার বলে দেন কোহলি। ভারত অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়, ভারতীয় টিমে পেসারদের ঘিরে ‘প্রবলেম অফ প্লেন্টি’ নিয়ে। উত্তরে কোহলি বলেন, ‘‘আমাদের কাছে এটা বিশাল কোনও চিন্তার ব‌্যাপার নয়। ভুবি, বুমরাহ এরা অভিজ্ঞ বোলার। টি-টোয়েন্টিতে ওরা খুব ধারাবাহিকও। দীপক চাহারও খুব ভাল বোলিং করছে,’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘শামি ফিরে আসছে টি-টোয়েন্টিতে। দারুণ ফর্মেও আছে। টি-টোয়েন্টিতে যা প্রয়োজন, সে সব শামি যদি করতে পারে, তা হলে অস্ট্রেলিয়ায় ও মারাত্মক অস্ত্র হতে পারে।’’

[আরও পড়ুন: এবার ‘নো বল’ দেখার দায়িত্বও থার্ড আম্পায়ারের! নয়া নিয়ম আনছে আইসিসি]

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে শামি-ভুবনেশ্বর দু’জনেই আছেন। এবং বিশ্বকাপে চতুর্থ পেসার স্লটের জন‌্য দীপক চাহারই সবচেয়ে এগিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে যে ফর্মে ছিলেন চাহার, তার পর তাঁকে উপেক্ষা করার আর কোনও জায়গা নেই। ‘‘চাহার তো আছেই। সঙ্গে আরও দু’তিন জন আছে যারা পড়ে থাকা ওই এক পেসারের স্লটের জন‌্য লড়বে,’’ বলে দিয়েছেন কোহলি। কিন্তু পেসারের স্লট ভরা ছাড়াও ক‌্যাপ্টেন কোহলির আরও একটা চিন্তা থাকবে। টিমের টি-টোয়েন্টি ফর্ম।

কোহলির ভারত টেস্টে এক নম্বর টিম। ওয়ান ডে-তে দু’নম্বর। কিন্তু টি-টোয়েন্টিতে ভারতীয় টিমের অবস্থান ভাল মোটেও নয়। তারা আছে পাঁচ নম্বরে। ‘‘এটা ঠিক যে টি-টোয়েন্টিতে প্রথমে ব‌্যাট করলে খুব ভাল করিনি আমরা। কম স্কোর ডিফেন্ড করতে পারিনি। তাই ওই দু’টো ব‌্যাপারের দিকে আমাদের নজর দিতে হবে,’’ বলে দিয়েছেন তিনি। ‘‘কিন্তু কী জানেন, টি-টোয়েন্টিতে টেস্ট আর ওয়ান ডে-র চেয়ে পরীক্ষা-নিরীক্ষাটা বেশি করতে হয়। সে দিক থেকে দেখলে টি-টোয়েন্টিতে ঝুঁকিটাও তুলনায় বেশি থাকে ক্রিকেটের বাকি দু’টো ফর্ম‌্যাটের চেয়ে। আর র‌্যাঙ্কিং সব সময়ই আপনার সবচেয়ে শক্তিশালী প্রথম এগারোর প্রতিচ্ছবি। কিন্তু বেশ কয়েকটা ম‌্যাচ ধরে টি-টোয়েন্টিতে আমরা সবচেয়ে শক্তিশালী টিম নামাচ্ছি কোথায়?’’

[আরও পড়ুন: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট, বোলারদের তালিকায় প্রথম দশে ঢুকলেন শামি]

ভারত অধিনায়কের পেসার-ম‌্যাপ তো না হয় বোঝা গেল। শামি-ভুবনেশ্বর-বুমরাহর সঙ্গে আর একজন। কিন্তু স্পিনার? কোন কোন স্পিনারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত? কোহলির ইঙ্গিত, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা চার জনই বিশ্বকাপের ফ্লাইট ধরতে পারেন! ‘‘অস্ট্রেলিয়ার মাঠে টিমে দু’জন রিস্ট স্পিনার থাকলে ভাল। কারণ মাঠগুলো বড়। কোনও কোনও ম‌্যাচে হয়তো আমরা একসঙ্গে দু’জন রিস্ট স্পিনারকে খেলালাম। কিন্তু টি-টোয়েন্টিতে আবার ব‌্যালান্সটা রাখাও জরুরি। তাই সাধারণ ক্ষেত্রে দুই রিস্ট স্পিনারের সঙ্গে ওয়াশি (ওয়াশিংটন) বা জাদেজার সঙ্গে খেলবে। তাতে বৈচিত্রটা থাকবে। টি-টোয়েন্টিতে ছ’টা বোলিং বিকল্প না নিয়ে নামা ছাড়া গতি নেই।’’

The post আজ হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে নামছে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement