সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টো ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জিতেছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ভারত। সিরিজ এখনও বেঁচে রয়েছে। কিন্তু এই অবস্থা থেকে সিরিজ জিততে গেলে শেষ দু’টো ম্যাচে জেতা ছাড়া গতি নেই ভারতের। যার ফলে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও হার্দিকদের সেই জীবন-মৃত্যুর ম্যাচ। যার আগে ভারতের সামনে কাঁটা হিসেবে উদয় হয়েছে এক তৃতীয় পক্ষ, যার নাম বৃষ্টি।
আজ শনিবার, মার্কিন যুক্তরাষ্ট্রের লডারহিলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে যদি ম্যাচ পণ্ড হয়ে যায়, তা হলে সিরিজের শেষ ম্যাচের আর কোনও গুরুত্ব থাকবে না। সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে। যদিও আপাত দৃষ্টিতে দেখতে গেলে এই সিরিজের তেমন কোনও গুরুত্ব নেই। কিন্তু আগামী বছর মার্কিনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে নতুন ভাবে সাজানো হচ্ছে ভারতীয় টিম (Indian Team)। যশস্বী জয়সওয়ালের যেমন গত ম্যাচে অভিষেক হয়েছে। তাই তিনি কেমন করেন, দেখার। ঠিক তেমনই দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেও কিছু স্লট ভর্তির ব্যাপার রয়েছে।
[আরও পড়ুন: মাথায় সেনার হাত, রাশ রাওয়ালপিণ্ডির হাতেই, মানলেন শাহবাজ]
যেমন, ব্যাটিং অর্ডারের চার নম্বর। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) চব্বিশ ঘণ্টা আগেই এক অনুষ্ঠানে বলেছেন যে, টিমের চার নম্বর কে হবেন, এখনও ঠিক নয়। সে দিক থেকে তিলক ভার্মা প্রমাণ করেছেন যে, তাঁর ওই স্লটে খেলার টেম্পারামেন্ট রয়েছে। এটা ঠিক যে, তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা বলতে এখনও পর্যন্ত তিনটে টি-টোয়েন্টি। একই সঙ্গে এটাও ঠিক যে, টি-টোয়েন্টিতে একজন ক্রিকেটার ভাল করলে সে যে ওয়ান ডে-তেও করবে, তার কোনও গ্যারান্টি নেই (সবচেয়ে বড় প্রমাণ, সূর্যকুমার যাদব)। কিন্তু অস্বীকার করার কোনও জায়গা নেই যে, ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রথম ছয়ে কোনও বাঁ হাতি ব্যাটার নেই। তিলক সেখানে বাঁ হাতি।
[আরও পড়ুন: সহপাঠিনীকে প্রেম নিবেদনে জোর! না পারায় স্বপ্নদীপকে ‘সমকামী’ বলে মশকরা]
একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিং নিয়েও একটা ছুটকো খটকা রয়েছে। সিরিজের প্রথম দু’ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ হয় শুভমান গিল-ঈশান কিষাণ (Ishan Kishan) জুটি। তৃতীয় টি-টোয়েন্টিতে ঈশানকে বসিয়ে খেলানো হয় জয়সওয়ালকে। শনিবার কিষাণ আবার ফেরেন কি না, সেটা দেখার।
আজ টিভিতে
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
চতুর্থ টি-টোয়েন্টি, লডারহিল
রাত ৮.০০, ডিডি স্পোর্টস