shono
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসে লন্ডন থেকে দেশে ফিরলেন ‘অপহৃত’বুদ্ধ

৬০ বছর পর দেশে ফেরা৷ The post স্বাধীনতা দিবসে লন্ডন থেকে দেশে ফিরলেন ‘অপহৃত’ বুদ্ধ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:48 PM Aug 15, 2018Updated: 03:18 PM Aug 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া, সাদা ও সবুজে রঙিন ভারত৷ দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস৷ আর এদিনই ঘরে ফিরছেন বুদ্ধ৷ সূদুর টেমসের তীরের লন্ডন থেকেই ভারতে বাড়ি ফিরলেন তিনি৷ লন্ডনের তরফে প্রায় ৬০ বছর পর স্বাধীনতা দিবসেই ভারতীয় হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হল তাকে৷

Advertisement

[২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর]

নালন্দার সংরক্ষণশালায়  ছিল দ্বাদশ শতাব্দীর ব্রোঞ্জের ১৪টি বুদ্ধমূর্তি৷ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল ওই মূর্তিগুলিকে৷ সেগুলিই সংরক্ষণ করে নালন্দার ওই সংরক্ষণালয়ে রাখা হয়েছিল৷ কিন্তু আচমকাই চুরি হয়ে যায় মূর্তিটি৷ সালটা তখন ১৯৬১৷ অভিযোগ দায়ের হয়৷ খোঁজাখুঁজিও শুরু হয়৷ কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেলেও, সন্ধান মেলেনি বুদ্ধমূর্তির৷ এভাবে কেটে যায় প্রায় ৬০ বছর৷ গত মার্চে আচমকাই হদিশ পাওয়া যায়  খোয়া যাওয়া ওই মূর্তির৷ লন্ডনের এক মেলায় দেখতে পাওয়া যায় মূর্তিটিকে৷ উল্লেখ্য, ওই মেলাটিতে মূলত দুষ্প্রাপ্য বিভিন্ন মূর্তিই বিক্রি হচ্ছিল৷ ওই বুদ্ধ মূর্তিটি কোনও পাচারকারীর হাত ঘুরে পৌঁছেছিল লন্ডনের মেলায়৷ তবে যিনি এই বুদ্ধ মূর্তিটি বিক্রি করছিলেন তাঁর ওই মূর্তি সম্বন্ধে কোনও ধারণাই ছিল না৷ ওই মূর্তি ফেরত দিতে রাজি ছিলেন না বিক্রেতা৷

[স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি-মমতা]

দুষ্প্রাপ্য ওই মূর্তি মেলায় বিক্রি হয়ে যাচ্ছে খবর পায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাব্যক্তিরা৷ লন্ডনের এক সংরক্ষণশালার প্রত্নতাত্ত্বিকরাও ঘটনাস্থলে পৌঁছান৷ মূর্তিটিকে পরীক্ষানিরীক্ষা করেন তাঁরা৷ ওই বুদ্ধমূর্তিটিকে উদ্ধার করা হয়৷ ভারতের দুষ্প্রাপ্য এই মূর্তিটিকে উদ্ধার করতে পেরে খুশি হয়েছেন তদন্তকারীরা৷ কবে ফেরত দেওয়া হবে মূর্তিটি তা নিয়ে দুই দেশের কথাবার্তা চলছিল৷ চার মাস ধরে একটানা আলাপ আলোচনা চলে৷ অবশেষে দুই দেশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীনতা দিবসেই ফিরিয়ে দেওয়া হবে বুদ্ধমূর্তিটিকে৷ লন্ডনের তরফে বুধবারই মূর্তিটিকে ভারতীয় হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হয়৷

[দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস, লালকেল্লায় ভাষণ প্রধানমন্ত্রীর]

The post স্বাধীনতা দিবসে লন্ডন থেকে দেশে ফিরলেন ‘অপহৃত’ বুদ্ধ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement