shono
Advertisement

বিদেশি সাহায্যেই তৈরি ‘স্ট্যাচু অফ ইউনিটি’! দাবি ব্রিটিশ মিডিয়ার

মূর্তি তৈরির সিদ্ধান্ত আদৌ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে চলছে রাজনৈতিক তরজা৷ The post বিদেশি সাহায্যেই তৈরি ‘স্ট্যাচু অফ ইউনিটি’! দাবি ব্রিটিশ মিডিয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:21 PM Nov 04, 2018Updated: 02:24 PM Nov 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের উচ্চতম মূর্তি নিয়ে আলোচনার শেষ নেই৷ এই মূর্তি তৈরির সিদ্ধান্ত আদৌ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে চলছে রাজনৈতিক তরজা৷ এই আলোচনার মাঝেই সামনে এল মূর্তি নিয়ে নয়া তথ্য৷ ব্রিটিশ মিডিয়া সূত্রে খবর, ব্রিটেনের করদাতাদের আর্থিক সাহায্য নিয়েই ভারতে তৈরি হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’৷

Advertisement

[জেনে নিন মোদির স্বপ্নের ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র ১০টি অজানা তথ্য]

পাঁচ বছরের চেষ্টায় ২,৯৮৯ কোটি টাকা খরচ করে ‘লৌহমানব’ সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি গড়ে তোলা হয়েছে। প্যারিসের আইফেল টাওয়ারের যে উচ্চতা, এই মূর্তির উচ্চতা তার থেকেও বেশি। নমর্দা বাঁধ থেকে এই মূর্তির দূরত্ব মাত্র সোওয়া তিন কিলোমিটার। সেখানেই সাধু বেট নামে একটি দ্বীপে দাঁড়িয়ে রয়েছে মূর্তিটি। নদীর থেকে দ্বীপে যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছে আড়াইশো মিটার লম্বা একটি সেতুও। মূর্তি নির্মাণ করতে দেশের ৭০ হাজার গ্রামের বাসিন্দার কাছ থেকে কৃষিতে ব্যবহৃত লোহার দ্রব্য সংগ্রহ করা হয়। কৃষকদের কাছ থেকে পাওয়া ১৩৫ টন লোহা গলিয়ে তৈরি হয়েছে এই বিশাল স্থাপত্য। ব্রিটিশ মিডিয়ার দাবি, মূর্তি গড়তে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার মধ্যে ১.১৭ লক্ষ কোটি টাকা দিয়েছে ব্রিটেনের করদাতারা৷ সংবাদমাধ্যমের আরও দাবি, ২০১২ সালে যখন মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল তখন ২৬৮ লক্ষ পাউন্ড সাহায্য পেয়েছিল ভারত৷ ২০১৪ সালে ২৭৮ লক্ষ এবং ২০১৫ সালে বিশ্বের উচ্চতম মূর্তির জন্য ১৮৫ লক্ষ টাকা অনুদান পেয়েছে ভারত৷ ব্রিটেনের করদাতাদের টাকায় দেশের উচ্চতম মূর্তি তৈরির সিদ্ধান্ত  কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছে ওই সংবাদমাধ্যম৷

[অযোধ্যায় বিশ্বের উচ্চতম রামের মূর্তি গড়তে চলেছে যোগীর সরকার]

এদিকে, এই তথ্য সামনে আসার পরই ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছেন বিরোধীরা৷ এত বিপুল অঙ্কের টাকা খরচ করে মূর্তি তৈরির যৌক্তিকতা নিয়ে বারবারই প্রশ্ন তুলেছেন তাঁরা৷ মূর্তি তৈরির পরিবর্তে এই টাকা অন্য কোনও জনহিতকর প্রকল্পে কাজে লাগালে সাধারণ মানুষ বেশি উপকৃত হত বলেই দাবি বিরোধীদের৷

The post বিদেশি সাহায্যেই তৈরি ‘স্ট্যাচু অফ ইউনিটি’! দাবি ব্রিটিশ মিডিয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement