shono
Advertisement

জানেন কি, দেশে প্রতি দিন পথদুর্ঘটনায় মৃত্যুর হার কত?

বেপরোয়া চালকদের বিরু‌দ্ধে ব্যবস্থা নিতে সব গুরুত্বপূর্ণ সড়ক ও হাইওয়েতে ক্যামেরা বসানো হবে৷ The post জানেন কি, দেশে প্রতি দিন পথদুর্ঘটনায় মৃত্যুর হার কত? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:18 PM Jun 10, 2016Updated: 10:48 AM Jun 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে প্রতিদিন পথদুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৪০০ জন৷ বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেন্দ্র সরকার৷
কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি উদ্বেগের সুরে জানিয়েছেন, প্রতি ঘণ্টায় ৫৭টি পথদুর্ঘটনা ঘটে৷ তাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়৷ যার অর্ধেকের বেশি ব্যক্তির বয়স ১৫-৩৪ বছর৷
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, তিনি এই তথ্যে ভীষণভাবেই মর্মাহত৷ তবে একইসঙ্গে তিনি দাবি করেছেন, পথদুর্ঘটনা কমাতে ইতিমধ্যেই কেন্দ্র কঠোর পদক্ষেপ করেছে৷ বেপরোয়া চালকদের বিরু‌দ্ধে ব্যবস্থা নিতে সব গুরুত্বপূর্ণ সড়ক ও হাইওয়েতে ক্যামেরা বসানো হবে৷ অভিযুক্তদের মোটা টাকা জরিমানাও করা হবে৷
পাশাপাশি, দেশ জুড়ে থ্রি-ডি বাম্পার বসানোরও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Advertisement

The post জানেন কি, দেশে প্রতি দিন পথদুর্ঘটনায় মৃত্যুর হার কত? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement