সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে প্রতিদিন পথদুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৪০০ জন৷ বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেন্দ্র সরকার৷
কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি উদ্বেগের সুরে জানিয়েছেন, প্রতি ঘণ্টায় ৫৭টি পথদুর্ঘটনা ঘটে৷ তাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়৷ যার অর্ধেকের বেশি ব্যক্তির বয়স ১৫-৩৪ বছর৷
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, তিনি এই তথ্যে ভীষণভাবেই মর্মাহত৷ তবে একইসঙ্গে তিনি দাবি করেছেন, পথদুর্ঘটনা কমাতে ইতিমধ্যেই কেন্দ্র কঠোর পদক্ষেপ করেছে৷ বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব গুরুত্বপূর্ণ সড়ক ও হাইওয়েতে ক্যামেরা বসানো হবে৷ অভিযুক্তদের মোটা টাকা জরিমানাও করা হবে৷
পাশাপাশি, দেশ জুড়ে থ্রি-ডি বাম্পার বসানোরও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
The post জানেন কি, দেশে প্রতি দিন পথদুর্ঘটনায় মৃত্যুর হার কত? appeared first on Sangbad Pratidin.