সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকোটে সিরিজের শেষ ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা ফিরছেন। তার আগে রবিবার ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ‘রিজার্ভ বেঞ্চ’কে পরখ করে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Indian Team Management)। নিজেদের প্রমাণের শেষ সুযোগ পাচ্ছেন শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবরাও।
বিশ্বকাপের পরিকল্পনাকে সামনে রেখে অশ্বিনের পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ওয়াশিংটন সুন্দর প্রথম একাদশে জায়গা পান কি না, সেটাই দেখার। মনে করা হচ্ছে, ভারত কমবেশি প্রথম ম্যাচের একাদশই নামাবে। তবে এদিন শার্দূল বা বুমরাহর জায়গায় সিরাজকে খেলানো হতে পারে। ব্যাটিং বিভাগে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।
[আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ফের গেরুয়া ঝড়, ছাত্র সংসদ নির্বাচনে সান্ত্বনা পুরস্কার কংগ্রেসের]
মোহালির প্রচণ্ড গরমে মহম্মদ শামির আগুনে বোলিং, শুভমান গিলদের ঝোড়ো ব্যাটিং কিংবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেটে মসৃণ জয়। সর্বোপরি বিশ্বকাপের ঠিক আগে আইসিসির (ICC) ওয়ানডে ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে আসা, ব্যাপারগুলো একটা ‘ফিল গুড’ পরিবেশ তৈরি করেছে ভারতীয় শিবিরে। চোটমুক্ত কেএল রাহুল (KL Rahul) থেকে পাঁচ উইকেট নিয়ে মোহালিতে ম্যাচের সেরা হওয়া শামির শরীরী ভাষায় আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও দলের প্রয়োজনে বাইরে বসতে আপত্তি নেই, অকপটে জানিয়েছেন ভারতীয় পেসার। বলেছেন, “আমি যখন নিয়মিত খেলি, তখন কেউ না কেউ তো বাইরে বসে। ফলে দলের জয়ের জন্য প্রয়োজনে বাইরে বসতে আমার আপত্তি নেই।” বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ জুটিকে প্রথম একাদশে দেখার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে হয়তো বাইরে বসতে হবে সামিকে। অভিজ্ঞ পেসার অবশ্য আস্থা রাখছেন টিমের রোটেশন পদ্ধতিতে। শামি জানিয়েছেন, “দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা পালন করতে তৈরি। মাঠ হোক, মাঠের বাইরে টিমকে সাহায্য করতে আমি সবসময় প্রস্তুত।”
[আরও পড়ুন: সন্ত্রাস দমনে বৈশ্বিক পরিকাঠামোর ডাক, ইঙ্গিতে চিন-পাকিস্তানকেই কাঠগড়ায় তুললেন মোদি]
স্ট্যান্ড-বাই অধিনায়ক কেএল রাহুলের গলায় আবার ‘চ্যালেঞ্জ’ জয়ের বার্তা। রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন। মিডল অর্ডারে ব্যাট হাতে দলের জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মোহালিতে জয়ের প্রসঙ্গ টেনে রাহুল বলেছেন, “এশিয়া কাপ জয়ের ছন্দ আমরা ধরে রাখতে চাই। গরমের জন্য মোহালিতে রান তাড়া করে জেতা কঠিন হয়ে উঠেছিল। শুভমান আউট হওয়ার পর মিডল অর্ডারে একটা পার্টনারশিপ গড়ার দরকার ছিল। সেই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সূর্য দারুণ ব্যাট করেছে।” এদিকে, প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ইন্দোরে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ম্যাচেও গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ককে পাচ্ছে না অজিরা। সিরিজের শেষ ম্যাচে তাঁদের খেলার ইঙ্গিত দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
আজ টিভিতে
ভারত বনাম অস্ট্রেলিয়া
ইন্দোর, দুপুর ১.৩০, স্পোর্টস ১৮