সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই প্রথম টেস্টের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এবার টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল জানিয়ে দিল বাংলাদেশও। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন অভিজ্ঞ শাকিব আল হাসান, মুশফিকুর রহিম। কিন্তু বাদ পড়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।
সম্প্রতি পাকিস্তানের মাটিতে গিয়ে বাবরদের টেস্ট সিরিজ হারিয়ে এসেছেন লিটন দাসরা। এই প্রথম সেই দেশে গিয়ে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। ভারত সফরে সেই সাফল্য বাড়তি অক্সিজেন জোগাবে তাদের। যদিও ভারতকে হারানো যে এক নয়, সেটা স্বীকার করে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটারই। কিন্তু চ্যালেঞ্জ নিতে তৈরি টাইগাররা।
[আরও পড়ুন: মহামেডানে ম্যাকলারেনের সতীর্থ, রোনাল্ডোর দেশের ফুটবলারকে ঘিরে উচ্ছ্বাস সাদা-কালো শিবিরে]
ভারতের বিরুদ্ধের টেস্ট দলের অধিনায়ক থাকছেন শান্তই। পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্টের নায়ক লিটন দাসকে ফের দেখা যাবে উইকেটের পিছনে। মেহেদি হাসান মিরাজও থাকছেন দলে। তবে বাদ গিয়েছেন শরিফুল ইসলাম। পাকিস্তান সফরের প্রথম টেস্টে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি। ভারতের বিরুদ্ধে সিরিজেও শরিফুল নেই।
[আরও পড়ুন: গ্রুপ পর্বে অপরাজিত, কলকাতা লিগের সুপার সিক্সে নতুন চ্যালেঞ্জের মুখে ইস্টবেঙ্গল]
প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন জাকের আলি। সব মিলিয়ে চার জন স্পিনার থাকছেন দলে। এছাড়া তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানাকে নিয়ে পেসারও থাকছে চারজন। প্রথম টেস্ট হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে এই টেস্ট সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য।
বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নইম হাসান, খালেদ আহমেদ।