shono
Advertisement

Breaking News

ওয়াংখেড়েতে ইতিহাস, তৃতীয় বোলার হিসাবে এক ইনিংসে ১০ উইকেট অ্যাজাজ প্যাটেলের

মুম্বইয়েই জন্ম, মুম্বইয়েই গড়লেন অনবদ্য রেকর্ড।
Posted: 01:33 PM Dec 04, 2021Updated: 02:01 PM Dec 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মুম্বই আমার ঘরের মাটি। এখানে খেলতে পেরে আমি নস্ট্যালজিয়া অনুভব করছি। আশা করি এখানে ভাল কিছু করব।’ মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে ঘোষণা করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি স্পিনার অ্যাজাজ প্যাটেল (Ajaz Patel)। অ্যাজাজ কথা রাখলেন। মুম্বইয়ের মাটিতে গড়ে ফেললেন অনন্য রেকর্ড। যা এর আগে করতে পেরেছেন মাত্র দুজন বোলার।

Advertisement

ইংরেজ কিংবদন্তি জিম লেকর এবং ভারতের কিংবদন্তি অনিল কুম্বলের (Anil Kumble) পর তৃতীয় বোলার হিসাবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন অ্যাজাজ। ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে ৪৭ ওভার ৫ বলে ১১৯ রান নিয়ে দশটি উইকেটই দখল করলেন বাঁহাতি কিউয়ি স্পিনার। চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিলরা সকলেই অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন অ্যাজাজের সামনে। ভারতের ইনিংস শেষ হল ৩২৫ রানে।

[আরও পড়ুন: ‘ওমিক্রন’ আতঙ্কের মাঝে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল BCCI]

অ্যাজাজের আগে ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫৬ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন ইংরেজ স্পিনার জিম লেকর (Jim Leker)। তারপর ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। ২২ বছর পর সেই বিরল নজির ছুঁলেন ৩৩ বছর বয়সী কিউয়ি স্পিনার। অথচ, এই ম্যাচের আগে তাঁর সুযোগ পাওয়া নিয়েই প্রশ্ন উঠছিল। এই ম্যাচের আগে কিউয়িদের হয়ে মাত্র ৯টি টেস্ট খেলেছিলেন তিনি। এমনকী, আগের ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। সেই অ্যাজাজই ভারতের বিরুদ্ধে নিখুঁত লাইন-লেন্থ বজায় রেখে গোটা ভারতীয় ইনিংস শেষ করে দিলেন। 

[আরও পড়ুন: ব্যাট হাতে ইডেনের ২২ গজে দুরন্ত ছন্দে সৌরভ, নস্ট্যালজিয়ায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা]

ময়ঙ্ক আগরওয়াল অনবদ্য দেড়শ এবং শেষদিকে অক্ষর প্যাটেল লড়াকু অর্ধশতরান না করলে ভারতীয় ইনিংস হয়তো আরও আগেই শেষ হয়ে যেত। কিন্তু এই দুই ব্যাটসম্যানের দুর্দান্ত পারফরম্যান্স ভর করেই ভারত প্রথম ইনিংসে ৩২৫ রানের সম্মানজনক জায়গায় পৌঁছল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement