shono
Advertisement

রোহিতের চওড়া ব্যাটে জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

সুপার সানডের শুরুতেই দু'টি উইকেট তুলে নিয়ে ২০৪ রানেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ করে দেন মহম্মদ শামি (৩)৷ The post রোহিতের চওড়া ব্যাটে জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 11:42 PM Oct 02, 2016Updated: 06:12 PM Oct 02, 2016

ভারত – ৩১৬ ও ২২৭/৮

Advertisement

নিউজিল্যান্ড – ২০৪

তৃতীয় দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুরে তাঁর ব্যাট কথা বলেনি৷ তাই ইডেনের বাইশ গজে নামার জন্য মুখিয়ে ছিলেন তিনি৷ টেস্ট হোক বা ওয়ানডে, যখনই ইডেনে খেলেন, কিছু না কিছু ছাপ রেখে যান রোহিত শর্মা৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ প্রথম ইনিংসে পারেননি৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ টেস্ট হাফ সেঞ্চুরিটি হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে জয়ের দোরগোড়ায় এনে দিলেন তিনি৷

ব্যাট হাতে ভারতের প্রথম ইনিংসের নায়ক যদি হন ঋদ্ধিমান সাহা, তাহলে দ্বিতীয় ইনিংসে সেরার তকমা অবশ্যই পাবেন রোহিত৷ তাঁর ৮২ রানের অনবদ্য ইনিংসে ছিল দু’টি ওভার বাউন্ডারিও৷ এদিন সঙ্গী হিসেবে রোহিত পেলেন ক্যাপ্টেন কোহলিকে৷ গত তিনটি ইনিংসে তাঁকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ এদিন ৪৫ রান করে রোহিতকে যোগ্য সঙ্গ দিলেন বিরাট৷ তবে এই ইনিংসেও ঘরের মাঠে বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নিলেন ঋদ্ধিমান সাহা৷ ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি৷

হাতে আর দু’দিন৷ ভারতীয় ইনিংস এখনও বাকি৷ নিউজিল্যান্ডকে অলআউট করতে কমপক্ষে একটা গোটা দিন সময় পেয়ে যেতে পারেন ভারতীয় বোলাররা৷ আর ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও জাদেজা যে ফর্মে রয়েছেন, তাতে ইডেনেই সিরিজের ফয়সলা হওয়ার সম্ভাবনাও রয়েছে৷ ভারতীয় দলের এমন চনমনে মেজাজের মাঝেও ধাওয়ানের চোট কিছুক্ষণের জন্য চিন্তায় ফেলেছিল বিরাটদের৷ বাঁ-হাতের চোট পাওয়া জায়গাতেই ফের চোট পান তিনি৷ ব্যাটিংয়ের মাঝখানেই ড্রেসিং রুমে চলে যেতে হয়৷ তবে কিছুক্ষণ পরই সুস্থ হয়ে ফের নামেন৷ ১৭ রান করে আউট হন৷

সুপার সানডের শুরুতেই দু’টি উইকেট তুলে নিয়ে ২০৪ রানেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ করে দেন মহম্মদ শামি (৩)৷ ফল যাই হোক, দুর্গোৎসবের প্রাক্কালে বাংলার দুই ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্স মন ভরিয়ে দিয়েছে বাঙালির৷

The post রোহিতের চওড়া ব্যাটে জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement