সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলছিলেন, “রোহিত শর্মাই সীমিত ওভারের ক্রিকেটে সবচেয়ে ভয়ংকর ব্যাটার। আর কেউ তাঁর ধারেকাছে আসেন না।” শোয়েব আখতার বলছিলেন, “রোহিত পাকিস্তান বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন।” আসলে রোহিতের ‘অলস আভিজাত্য’ বরাবরই ক্রিকেটভক্তদের বড্ড প্রিয় উপাদেয়। সেরা ছন্দে থাকলে বড় সুন্দর তাঁর ব্যাটিং। আর শনিবাসরীয় ভারত-পাক লড়াইয়ে সেই সৌন্দর্য চেটেপুটে উপভোগ করল ক্রিকেটবিশ্ব। দর্শকসংখ্যায় নতুন রেকর্ড গড়ল ডিজনি প্লাস হটস্টার।
শনিবার রোহিত শর্মা (Rohit Sharma) যখন ব্যাট করছিলেন সেসময় দর্শকসংখ্যায় পুরাতন সব রেকর্ড ভেঙে দিল ডিজনি প্লাস হটস্টারের দর্শকসংখ্যা। একসঙ্গে প্রায় সাড়ে তিন কোটি মানুষ ওই ওটিটি প্ল্যাটফর্মে চোখ রেখেছিলেন হিটম্যানের ব্যাটিং দেখতে। এর আগে আর কোনও ক্রিকেটীয় ইভেন্টে এত দর্শক হয়নি।
[আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত, রোহিতের মুখে সেমিফাইনাল-ফাইনাল]
এর আগে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে দর্শকসংখ্যা হয়েছিল সর্বোচ্চ ২.৮ কোটি। এশিয়া কাপে (Asia Cup) ভারত-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচে দর্শকসংখ্যা উঠেছিল ২.১ কোটি পর্যন্ত। এর আগে আইপিএল চলাকালীন ধোনির (MS Dhoni) ব্যাটিং দেখতে ২.২ কোটি দর্শক একসঙ্গে চোখ রেখেছিলেন জিওসিনেমায় (JioCinema)। শনিবার রোহিতের ব্যাটিং সেই রেকর্ড স্বচ্ছন্দে ভেঙে দিল। তাতে স্বভাবতই খুশি হটস্টার কর্তৃপক্ষ। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন জানিয়েছেন ডিজনি প্লাস হটস্টারের ইন্ডিয়ার প্রধান সাজিত শিবনন্দন।
[আরও পড়ুন: বিরাটের রেকর্ড ভেঙেও বোলারদের প্রশংসায় মজে নির্লিপ্ত রোহিত]
শুধু দর্শকসংখ্যার রেকর্ড নয়, রোহিত শনিবার আরও একাধিক রেকর্ড ভেঙেছেন। তৃতীয় ব্যাটার হিসাবে ওয়ানডেতে তিনশোটি ছয় মারার নজির নিজের নামের পাশে লিখে ফেলেছেন হিটম্যান। বিশ্বকাপে রান তাড়া করাকালীন অধিনায়ক হিসাবে ভারতের তরফে সর্বাধিক রানের রেকর্ড রোহিতের নামের পাশে।