shono
Advertisement

পাকিস্তানকে দুরমুশ করে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের

দেশবাসীকে দীপাবলির উপহার দিলেন রুপিন্দর-সর্দার সিংরা৷
Posted: 01:14 AM Oct 31, 2016Updated: 07:45 PM Oct 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার কোহলিদের পর রবিবার দেশবাসীকে দীপাবলির উপহার দিল ভারতীয় পুরুষ হকি দল৷ চিরশত্রু পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিলেন রুপিন্দর-সর্দার সিংরা৷

Advertisement

এদিনের ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে নিয়ে যান রুপিন্দর পাল সিং৷ কয়েক মিনিট পরেই ফের গোলের সুযোগ আসে৷ কিন্তু গোলকিপারকে কার্যত একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তলবিন্দর৷ কিন্তু একটা সুযোগ নষ্ট হলেই বা কী? ম্যাচের ২৩ মিনিটে ফের পাকিস্তানের গোলে বল ঢুকিয়ে দেন আফফান ইউসুফ৷ তবে দ্বিতীয় গোলের কৃতিত্ব প্রাপ্য মিডফিল্ডার সর্দার সিং ও রমনদীপের৷ সর্দারের লম্বা পাস থেকে রমনদীপের তৈরি করা বল ইউসুফের স্টিক ছুঁইয়ে ঢুকে যায় গোলপোস্টে৷ ঘটনাবহুল দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে পাকিস্তানের আলিম বিলাল পেনাল্টি থেকে একটি গোল করেন৷ প্রথমার্ধে ম্যাচের স্কোর দাঁড়ায় ভারত ২-১ পাকিস্তান৷

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ৩৮ মিনিটে পাকিস্তানের আলি শান গোল করে পাকিস্তানকে সমতায় ফেরান৷ ম্যাচের স্কোর তখন ২-২৷ দ্বিতীয় গোল হজম করার মাত্র এক মিনিটের মধ্যে ভারত পাল্টা একটি গোল করলেও গোলটি বাতিল বলে ঘোষণা করা হয়৷ তৃতীয় কোয়ার্টারে উল্লেখযোগ্য আর তেমন কিছু ঘটেনি৷ চতুর্থ ও শেষ কোয়ার্টার নির্ণায়ক হয়ে দাঁড়ায়৷ ভারত কিন্তু আগাগোড়াই এদিনের ম্যাচে আধিপত্য বজায় রেখে গিয়েছে৷ ৫১ মিনিটে পাক রক্ষণকে ফালাফালা করে গোলে বল ঢুকিয়ে দেন নিক্কিন থিম্মাইয়াহ৷ ভারত ৩-২ গোলে এগিয়ে যায়৷ ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে পাকিস্তান পেনাল্টি কর্নার পেলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়৷ নির্ধারিত ৬০ মিনিট শেষে ভারত পাকিস্তানকে ৩-২ গোলে পরাজিত করে ট্রফি জিতে নেয়৷

ভারত ও পাকিস্তান এই নিয়ে ১৬৭ বার মুখোমুখি হল৷ এখনও পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সফল দল ছিল পাকিস্তান৷ ২০১২ ও ২০১৩-তে ট্রফি জেতে তারা৷ ভারত একবারই ট্রফি জিতেছিল ২০১১ সালে৷ এদিনের জয়ের পর দুই দলই দু’বার করে বিজয়ী হল৷ এদিনের ম্যাচে ভারত তার নিয়মিত গোলকিপার শ্রীজেশকে পায়নি৷ তাঁর পরিবর্তে ফাইনাল খেলেন আকাশ চিটকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement