shono
Advertisement
ISL

আইএসএলে খেলা নিয়ে কী সিদ্ধান্ত? একদিনের মধ্যে ক্লাবগুলির অবস্থান জানতে চাইল ফেডারেশন

চাপে পড়ে আইএসএল নিয়ে অবশেষে যুদ্ধকালীন তৎপরতা দেখানো শুরু করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
Published By: Subhajit MandalPosted: 04:55 PM Dec 31, 2025Updated: 06:40 PM Dec 31, 2025

দুলাল দে: চাপে পড়ে আইএসএল নিয়ে অবশেষে যুদ্ধকালীন তৎপরতা দেখানো শুরু করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। AIFF-এর তরফে ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানতে চাওয়া হল, আইএসএলে অংশগ্রহণ করা নিয়ে তারা কী ভাবছে। আদৌ ক্লাবগুলি অংশগ্রহণ করতে চায় কিনা। সবটাই জানাতে বলা হয়েছে, ১ জানুয়ারির মধ্যে। যার অর্থ, ক্লাবগুলির হাতে মাত্র একদিন সময় নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য।

Advertisement

ফেডারেশনের তিন সদস্যর কমিটিকে আইএসএলের ক্লাবরা প্রস্তাব দিয়েছিল, কতগুলি ম্যাচ খেললে স্লট পাওয়া যাবে, তা জানার জন্য এএফসিকে জিজ্ঞাসা করতে। সেইমতো এএফসির সঙ্গে যোগযোগ করে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই মরশুমের পরিস্থিতি বুঝিয়ে এএফসির কাছে জানতে চাওয়া হয়, কটা ম্যাচ খেললে এএফসির স্লট পাওয়া সম্ভব হবে? এএফসি কর্তারা জানিয়ে দেন, ভারতীয় ফুটবল ফেডারেশন কটা ম্যাচ, কী ফরম্যাটে করতে চাইছে তা জানিয়ে সরকারিভাবে চিঠি পাঠাতে। তাছাড়া ২ জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককেও জানাতে হবে আইএসএল নিয়ে ফেডারেশনের প্রস্তাব। আরও একটা বিষয় হল, আগামী পাঁচ জানুয়ারি সুপ্রিম কোর্টেও আইএসএল সংক্রান্ত মামলার শুনানি হতে চলছে। সব মিলিয়ে ফেডারেশনের হাতে সময় নেই।

সেকারণেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ক্লাবগুলির কাছে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছে তাঁরা আইএসএলে অংশগ্রহণ করা নিয়ে কী ভাবছে। ১ জানুয়ারির মধ্যেই ক্লাবগুলিকে জবাব দিতে বলা হয়েছে। আসলে পরিবর্তিত পরিস্থিতিতে একাধিক আইএসএল ক্লাব আদৌ আইএসএলে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসির মতো ক্লাবের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সব ক্লাবকেই একদিনের মধ্যে অবস্থান জানাতে হবে।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক বলছে, লিগ হবেই। ক্লাবগুলোও খেলতে চায়। ফেডারেশন বলছে, লিগ হবে। তবে মূল যে আর্থিক সমস্যা, সেটার সমাধান এখনও অধরা। এই অবস্থায় ক্লাবগুলো কী অবস্থান নেয়, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চাপে পড়ে আইএসএল নিয়ে অবশেষে যুদ্ধকালীন তৎপরতা দেখানো শুরু করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
  • AIFF-এর তরফে ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানতে চাওয়া হল, আইএসএলে অংশগ্রহণ করা নিয়ে তারা কী ভাবছে।
  • আদৌ ক্লাবগুলি অংশগ্রহণ করতে চায় কিনা।
Advertisement