সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ বছর পর লখনউতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ভারতের একটাই লক্ষ্য, সিরিজ জিতে সমর্থকদের হাতে দিওয়ালির উপহার তুলে দেওয়া। জিতলে দিওয়ালির আগেই রোহিত শর্মারা ২-০ এগিয়ে তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলবেন। গোটা সফরে দুর্দান্ত পারফর্ম করলেও ইডেনে ব্যাটসম্যানদের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রাখবে অধিনায়ক রোহিত শর্মাকে। তাছাড়া লখনউতে নাকি পেসাররা অতিরিক্তি সুবিধা পাবেন, তাই চিন্তাটা আরও বেশি। কিউরেটররা বলছেন, নতুন তৈরি স্টেডিয়ামে ১৩০-ই নাকি উইনিং স্কোর!
[আজহারকে অনন্য সম্মান কেন? বিসিসিআইয়ের নিন্দায় সরব গম্ভীর]
ইডেনে আগেরদিন প্রথম ম্যাচে ভারত পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। টেস্ট ও একদিনের সিরিজের পর টি-২০ সিরিজেও প্রবল দাপট লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় দলের। ওয়েস্ট ইন্ডিজ ছোট ফরম্যাটের এই ক্রিকেটে দাপুটে দল। কিন্তু আগের দিন সাময়িক ম্যাচে চাপ তৈরি করতে পারলেও পরে তাদের সেই মুঠো আলগা হয়ে যায়। ম্যাচ নিয়ে চলে যান রোহিতরা। কুলদীপ আগের দিন ১৩ রানে তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তাঁর এই বোলিংয়ের জন্যই ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে ১০৯/৮-এর বেশি তুলতে পারেনি। কুলদীপের সঙ্গেই এই ম্যাচে ভাল বল করেছেন ক্রুনাল পাণ্ডিয়াও। এই দু’জনের চাপে ক্যারিবিয়ান ব্যাটিং একবার ভেঙে পড়ার পর আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। খুব স্বাভাবিকভাবে এই চাপ থাকবে লখনউতেও। এই দুই স্পিনারকে দিয়ে ফের চাপে ফেলার চেষ্টা করবেন অধিনায়ক রোহিত। লখনউতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিততে না পারলে, সিরিজের ফয়সলা হয়ে যাবে সেখানেই।
[বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন এই পাকিস্তানি ক্রিকেটার]
উত্তর ভারতে এই সময় রাতের ম্যাচে সমস্যা করে শিশির। এটা দুই দলকেই ভোগাবে। তবে তার থেকেও বড় কথা হল বাইশ গজে ভাল খেলতে হবে। রোহিতরা চাপ তৈরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজকে তার থেকে বেরিয়ে আসতে হবে। না হলে সব শেষ। অন্তত টি-২০ সিরিজে একটু লড়াই আশা করা হচ্ছে তাদের থেকে। যদিও, গোটা সফরে একের পর এক খারাপ ফলাফল তেমন ইঙ্গিত দিচ্ছে না। যোগীর রাজ্যে দিওয়ালির আবহে পোলার্ডরা আদৌ চার-ছয়ের ফুলঝুরি দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post দিওয়ালির উপহার, আজই সিরিজ জয় নিশ্চিত করতে চান রোহিতরা appeared first on Sangbad Pratidin.