shono
Advertisement

মোদি নীরব থাকলেও চুপ থাকবে না ‘ইন্ডিয়া’, অশান্ত মণিপুর নিয়ে ফের সরব রাহুল

মোদিকে কটাক্ষ করে টুইট করেছে তৃণমূলও।
Posted: 09:16 AM Jul 20, 2023Updated: 03:51 PM Jul 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার অশান্ত মণিপুরে (Manipur) পৌঁছেছে তৃণমূলের (TMC) প্রতিনিধি দল। পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যে শান্তি ফেরানোর বার্তা দিতেই সফর। অন্যদিকে জোট শরিক কংগ্রেসের (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ফের মণিপুর প্রসঙ্গে বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন। রাহুল টুইট করেন, “প্রধানমন্ত্রীর নীরবতা ও নিষ্ক্রিয়তা মণিপুরকে নৈরাজ্যের দিকে নিয়ে গেছে। ইন্ডিয়া চুপ করে থাকবে না, যখন ভারত ভাবনায় আঘাত হানা হচ্ছে।”

Advertisement

গতকাল নতুন করে উত্তাল হয়েছে মণিপুর। নেপথ্যে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। অভিযোগ, গণধর্ষণেরও শিকার হয়েছেন তাঁরা (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেতেই সম্প্রদায়ের দিকে। এই ঘটনায় শুরুতে নিষ্ক্রিয় থাকলেও পরে মণিপুর পুলিশের তরফে জানানো হয়, অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওর প্রতিক্রিয়ায় মোদির সমালোচনা করে বুধবার রাতে টুইট করেন রাহুল গান্ধী।

[আরও পড়ুন: গুজরাটে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৯]

সংক্ষিপ্ত টুইটে লেখেন, “প্রধানমন্ত্রীর নীরবতা ও নিষ্ক্রিয়তা মণিপুরকে নৈরাজ্যের দিকে নিয়ে গেছে। ইন্ডিয়া চুপ করে থাকবে না, যখন মণিপুরে ভারত ভাবনার উপরে হামলা হচ্ছে। আমরা মণিপুরের মানুষের পাশে আছি। শান্তিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ।” মণিপুরের বর্বর ঘটনার ভিডিও নিয়ে আক্রমণাত্বক টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে প্রিয়াঙ্কা লেখেন, “কেন মণিপুরের হিংসা দেখেও কেন্দ্র এবং প্রধানমন্ত্রী অন্ধ হয়ে আছেন? এ ধরনের নৃশংস ঘটনাও কি তাদের মধ্যে অভিঘাত তৈরি করে না?”

[আরও পড়ুন: সংসদের বাদল অধিবেশনে আসছে ৩১ বিল, রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে INDIA]

গতকালই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITC) মণিপুর প্রসঙ্গে মোদির নীরবতা নিয়ে টুইট করেছে। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়, “মণিুপরে যন্ত্রণার ৭৮তম দিন। প্রধানমন্ত্রীর নীরবতা তাঁর অজ্ঞতা এবং ভয়ংকর উদাসীনতার পরিচয়।” যদিও মণিপুরের বর্বর ভিডিও নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি লেখেন, “মণিপুরে ২ মহিলার যৌন নিপীড়নের ভয়াবহ ভিডিও নিন্দনীয় এবং সম্পূর্ণ অমানবিক। মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, তদন্ত চলছে। এই ঘটনার বিচার হবে।” যদিও কেন্দ্রীয় মন্ত্রী কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। তিনি টুইট করেছেন, “স্মৃতি ইরানিকে দেখে খারাপ লাগছে। সুবিধাজনক পরিস্থিতি মৌনব্রত ভাঙলেন। কোথায় ছিল বিজেপি সরকার, যখন ৭৫ দিন ধরে জ্বলছিল মণিপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি সময়মতো হস্তক্ষেপ করতেন, তাহলে পরিস্থিতি এতটা ভয়াবহ হত না!” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement