ভারত – ৩১৮ ও ৩৭৭/৫(ডিক্লেয়ার)
নিউজিল্যান্ড – ২৬২ ও ২৩৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টের চতুর্থ দিনেই কার্যত জয় নিশ্চিত করে ফেলেছিল টিম ইন্ডিয়া৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই অশ্বিনের স্পিনের সামনে মুখ থুবড়ে পড়েন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা৷ সেই ধারাবাহিকতা বজায় রেখেই পঞ্চম দিনে টি-ব্রেকের আগেই ঐতিহাসিক ৫০০ টেস্টে জয় ছিনিয়ে নিল ভারত৷
দ্বিতীয় ইনিংসে ৩৭৮ রান টার্গেট নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড৷ কিন্তু শুরুতেই অশ্বিনের স্পিনে একটার পর একটা উইকেট খোয়াতে শুরু করে কিউয়িরা৷ চতুর্থ দিনের শেষে ৯৩ রানে ৪ উইকেট খুইয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড৷ সোমবার খেলতে নেমে লাঞ্চের আগে লিউক আর মিশেলের ব্যাটিং ভারতীয় খেলোয়াড়দের কপালে ভাঁজ ফেলেছিল ঠিকই কিন্তু তবুও শেষ রক্ষা করতে পারল না নিউজিল্যান্ড৷
জাদেজার সৌজন্যে লিউক রঞ্চির উইকেট চলে আসায় ফের আত্মবিশ্বাসী হয়ে ওঠেন বিরাটরা৷ আর তারপর একের পর এক উইকেটে ভরতে থাকে ভারতের ঝুলি৷ লাঞ্চের পরেই ছ’টা উইকেট নিয়ে জয় দিয়েই টেস্ট সিরিজ শুরু করল বিরাটবাহিনী৷ দ্বিতীয় ইনিংসে ২৩৬ রানেই সব উইকেট হারিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড৷
আগেই বিরাট জানিয়েছিলেন, প্রথম জয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ আর জয় পেয়েই অধিনায়ক জানিয়েছেন, দলের প্রতি তাঁর আস্থা ছিলই৷ এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ভারতকে জয় এনে দিতে পেরে উচ্ছ্বসিত বিরাট৷ তাঁর দাবি আগামী ম্যাচগুলিতেও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে টিম৷ তবে আপাতত ঐতিহাসিক ম্যাচ জেতার উদযাপনেই মাতবে ড্রেসিং রুম৷
The post ঐতিহাসিক ৫০০তম টেস্ট জয় ভারতের appeared first on Sangbad Pratidin.