shono
Advertisement

Breaking News

চিন্নাস্বামীতে সর্বকালের সেরা টি-২০! জোড়া সুপার ওভারের শেষে জিতল ভারত

সেঞ্চুরির রেকর্ড রোহিত শর্মার।
Posted: 11:21 PM Jan 17, 2024Updated: 11:37 PM Jan 17, 2024

ভারত: ২১২/৪ (রোহিত ১২১*, রিঙ্কু ৬৯*)

Advertisement

আফগানিস্তান: ২১২/৬ (গুলবদিন ৫৫*, গুরবাজ ৫০)

জোড়া সুপার ওভারের পর জয়ী ভারত। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু সেই খেলাতেও শেষ মুহূর্ত পর্যন্ত চলল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের রং বারবার পালটাল। ব্যাটে বলের লড়াই গড়াল সুপার ওভারে। দ্রুত রান তোলার জন্য মাঠ ছেড়ে বেরিয়ে এলেন অধিনায়ক। ভরসা করলেন তরুণ সতীর্থের উপর। কিন্তু এক সুপার ওভারেও মীমাংসা হল না ম্যাচের। সবমিলিয়ে জমাটি ক্রিকেট উপভোগ করলেন ক্রীড়াপ্রেমীরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ হাসি ফুটল ভারতের মুখে। তবে দিনের শেষে জিতল ক্রিকেটই। বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজে দলের দাপুটে পারফরম্যান্স ভরসা যোগাবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। 

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের শিকার ভারত। মাত্র ২২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে তখন ভারতীয় ইনিংস ধুঁকছে। সেখান থেকে রিঙ্কু সিংয়ের জুটি বেঁধে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু ভারত অধিনায়কের। মন্থর শুরু করেও শেষ পর্যন্ত ৬৯ বলে ১২১ রান করে থামলেন রোহিত। একমাত্র ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি শতরানের মালিক হলেন হিটম্যান। অধিনায়কের সঙ্গে ১৯০ রানের পার্টনারশিপ গড়ে নজির গড়লেন রিঙ্কুও। শেষ পর্যন্ত ২১২ রানে গিয়ে থামে ভারত।  

[আরও পড়ুন: ইতিহাস রোহিতের, আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হিটম্যান]

বড় রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন রহমানুল্লা গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনেই অর্ধশতরান করেন। তবে ১৩ ওভারের পর থেকে ম্যাচে ফেরে ভারত। পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগান ব্রিগেড। তবে মাথা ঠান্ডা রেখে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যান গুলবদিন নাইব। যোগ্য সঙ্গত করেন মহম্মদ নবিও। নির্ধারিত ২০ ওভারের শেষে আফগানিস্তানও থেমে যায় ২১২তেই। ম্যাচ যায় সুপার ওভারে। 

প্রথম সুপার ওভারে আফগানিস্তান তোলে ১৬ রান। সেই রান তাড়া করতে গিয়ে দুটো ছক্কা হাঁকান রোহিত। কিন্তু শেষ বলে দুই রান দরকার ছিল বলে মাঠ থেকে বেরিয়ে পড়েন হিটম্যান। দৌড়ে রান নিতে সুবিধা হবে ভেবে রিঙ্কুকে নামানো হয়। কিন্তু ভারতও ১৬ রানেই আটকে গেল। দ্বিতীয় সুপার ওভারে অবশ্য় একপেশে দাপট ছিল মেন ইন ব্লুর। ১২ রান তাড়া করতে নেমে রবি বিষ্ণোইয়ের ঘূর্ণির জালে জড়িয়ে গেলেন আফগান ব্যাটাররা। তিন বলের মধ্যেই হারালেন জোড়া উইকেট। গেম ওভার। ম্যাচ জিতে সিরিজ হোয়াইটওয়াশ ভারতের। 

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে কি উপস্থিত থাকবেন কোহলি? কী বলছে বোর্ড?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement