shono
Advertisement

Breaking News

ক্রিকেটে ব্যর্থতার দিনে মেয়েদের সাফল্য, হকি জুনিয়র এশিয়া কাপে সোনা জয় ভারতের

প্রথমবার এই টুর্নামেন্টে সোনা জিতেছে ভারত।
Posted: 09:47 PM Jun 11, 2023Updated: 09:50 PM Jun 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ‘ধর্ম’ ক্রিকেটে ব্যর্থতার দিনে ক্রীড়া দুনিয়ায় আশার আলো দেখাল ভারতীয় মেয়েরা। জুনিয়র এশিয়া কাপ (Junior Asia Cup) হকিতে প্রথমবার সোনা জিতল ভারতীয় দল। রবিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতলেন ভারতীয় মেয়েরা। ২-১ গোলে জয় পেয়ে প্রথমবার দেশকে স্বর্ণপদক এনে দিলেন তাঁরা। এশিয়া কাপ হকিতে লেখা হল নতুন ইতিহাস। পদকের পাশাপাশি বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করল ভারতের মহিলা হকি ব্রিগেড (India Women’s Hockey Team)।

Advertisement

দাপট দেখিয়ে জুনিয়র এশিয়া কাপের অভিযান শুরু করেছিল ভারত। উজবেকিস্তানকে ২২ গোলে হারান ভারতের মেয়েরা। তারপর থেকেই চলেছে ভারতের স্বপ্নের উড়ান। গ্রুপ পর্যায়ে একটি মাত্র ম্যাচ হেরেছিল ভারত। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে আবার চিনা তাইপেইকে ১১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারত। আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১ গোলে জিতে ফাইনালে ওঠে ভারত।

[আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আবারও হার ভারতের, বিপর্যয়ের নেপথ্যে কোন ৩ কারণ?]

তবেম ফাইনালে নামার আগে বেশ চাপে ছিলেন ভারতের আন্নু, নীলমরা। সেমিফাইনালেই জাপানের বিরুদ্ধে সহজ পেনাল্টি কর্নার মিস করেছিলেন আন্নু। তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে ভারত। পালটা চাপ দেওয়ার চেষ্টা করে প্রতিপক্ষও। গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ভারত। ৬ মিনিটের মধ্যেই মেলে পেনাল্টি কর্নার। সেমিফাইনালে মিস করলেও ফাইনালে নির্ভুল পেনাল্টি কর্নার মারেন আন্নু। কিন্তু তিন মিনিটের মধ্যেই সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। হাফ টাইম পর্যন্ত ১-১ স্কোর ছিল দুই দলের। অবশেষে ৪০ মিনিটে ভারতকে এগিয়ে দেয় নীলমের গোল। তারপর রক্ষণভাগকে শক্তিশালী করে দক্ষিণ কোরিয়ার আক্রমণকে নির্বিষ করে দেয় ভারত। -১ গোলে জিতে সোনার পদক পায় ভারত। সোনাজয়ী প্রত্যেক খেলোয়াড়কে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় হকি ফেডারেশন।

[আরও পড়ুন: ‘ওদেরই জিজ্ঞাসা করুন কেন খেলেছে’, রোহিত-বিরাটের শট বাছাই নিয়ে ক্ষুব্ধ গাভাসকর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement