shono
Advertisement
AAP

আপ থেকে ইস্তফা ১৩ কাউন্সিলরের, দিল্লির বুকে জন্ম নেবে নতুন রাজনৈতিক দল

এই ঘটনা আম আদমি পার্টির ভাঙনকেই স্পষ্ট করে তুলছে।
Published By: Biswadip DeyPosted: 02:52 PM May 17, 2025Updated: 02:52 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় ধাক্কা আম আদমি পার্টিতে। দল থেকে ইস্তফা দিলেন ১৩ কাউন্সিলর। তাঁরা ঘোষণা করেছেন নতুন দল তৈরির, যার নাম হবে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। যার নেতৃত্ব দেবেন মুকেশ গোয়েল। জানা গিয়েছে, দিল্লি পুরসভায় তৃতীয় ফ্রন্ট গড়বেন তাঁরা।

Advertisement

ইতিমধ্যেই এক বিবৃতিতে বলা হয়েছে, ''আমরা সকলেই ২০২২ সালে দিল্লি পৌর কর্পোরেশনের নির্বাচনে আম আদমি পার্টির টিকিটে জিতেছিলাম। কিন্তু ২০২২ সালে দিল্লি পৌর কর্পোরেশনে ক্ষমতায় আসার পরও, দলের শীর্ষ নেতৃত্ব দিল্লি পৌর কর্পোরেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি। কাউন্সিলরদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সমন্বয় শূন্যে পৌঁছেছিল। আর তাই দল এখন বিরোধী দলে পর্যবসিত হয়েছে।'' প্রসঙ্গত, মুকেশ গোয়েল কিন্তু এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাঁকে হারতে হয়েছিল।

গত মাসেই দিল্লি পুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে জিতেছিল বিজেপি। দিল্লির নতুন মেয়র হয়েছেন বিজেপি কাউন্সিলর রাজা ইকবাল সিং। মেয়র নির্বাচনে তিনি ১৩৩ ভোট পেয়েছিলেন, যেখানে কংগ্রেস প্রার্থী মনদীপ মাত্র আটটি ভোট পেয়েছিলেন। আম আদমি পার্টি মেয়র নির্বাচন বয়কট করেছিল এবং নিজস্ব প্রার্থীও দাঁড় করায়নি। এবার দল ছাড়লেন ১৩ জন কাউন্সিলর। নিশ্চিত ভাবেই নতুন দল গড়ার এই দাবি আম আদমি পার্টির ভাঙনকেই স্পষ্ট করে তুলছে।

প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরা পরাজিত হন। ৭০ আসনের বিধানসভায় মাত্র ২২টিতে জেতে ঝাড়ু শিবির। বাকিগুলি যায় বিজেপির দখলে। পরিস্থিতি যে এখনও প্রতিকূলেই রয়েছে, এদিনের ইস্তফায় তা ভালোই বুঝছে আম আদমি পার্টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড় ধাক্কা আম আদমি পার্টিতে। দল থেকে ইস্তফা দিলেন ১৩ কাউন্সিলর।
  • তাঁরা ঘোষণা করেছেন নতুন দল তৈরির, যার নাম হবে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি।
  • যার নেতৃত্ব দেবেন মুকেশ গোয়েল। জানা গিয়েছে, দিল্লি পুরসভায় তৃতীয় ফ্রন্ট গড়বেন তাঁরা।
Advertisement