shono
Advertisement

Breaking News

Indore

সোশাল মিডিয়া ভাঙছে সম্পর্ক! ৪০ দিনে ১৫০ দম্পতির বিয়ে ভেঙেছে ইন্দোরে

স্মৃতি একা নন, শেষ মুহূর্তে বিয়ে ভাঙার ঘটনা আকছার ঘটছে দেশে।
Published By: Amit Kumar DasPosted: 05:41 PM Dec 12, 2025Updated: 05:41 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে ভেঙেছে ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও গায়ক পলাশ মুচ্ছলের। শোনা যায়, কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠতা, অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ চ্যাট ফাঁস হতেই বাতিল হয়েছে এই বিয়ে। তবে স্মৃতি একা নন এই ঘটনা আকছার ঘটছে দেশে। রিপোর্ট বলছে, গত ৪০ দিনে ১৫০ দম্পতির বিয়ে ভেঙেছে শুধুমাত্র মধ্যপ্রদেশের ইন্দোরে। গোটা দেশে সংখ্যাটা আরও অনেক বেশি। তথ্য অনুযায়ী, যে সোশাল মিডিয়ার দৌলতে মানুষের সঙ্গে যোগাযোগ সরল হয়ে উঠেছে, দেশব্যাপী বিয়ে ভাঙার মূল কাণ্ডারি এই প্রযুক্তিই।

Advertisement

সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী, ইন্দোরে মাত্র ৪০ দিনে ১৫০টির বেশি বিয়ে ভেঙে গিয়েছে। জানা যাচ্ছে, বিয়ে ভাঙার নেপথ্যে মূল কারণ হিসেবে জানা যাচ্ছে সোশাল মিডিয়া। ৬২ শতাংশ ক্ষেত্রে প্রাক্তন সম্পর্ক ও পুরনো সোশাল মিডিয়া পোস্টের জেরে ভেঙেছে বিয়ে। বাকি ঘটনাগুলি পরিবারে মৃত্যু/দুর্ঘটনা, পারস্পরিক বিরোধ বা অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, হবু দম্পতীদের কেউ তাঁর সঙ্গীর পুরনো পোস্ট আবিষ্কার করেছেন।

উদাহরণস্বরূপ, প্রাক-বিবাহের শুটিং চলাকালীন কনের পুরনো পোস্ট নিয়ে ঝগড়া শুরু দু'জনের। যার জেরে বাতিল হয় বিয়ে। আর একটি ঘটনায়, প্রায় ১ কোটি টাকা বাজেটের একটি বিয়ের অনুষ্ঠানে সঙ্গীতের পরপরই একজন কনে নিখোঁজ হয়ে যান। পরে জানা যায় যে তিনি অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে বিয়ে ভাঙার নেপথ্যে রয়েছে যৌতুক। এভাবে বিয়ে ভাঙার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। হোটেল, ক্যাটারার, ব্যান্ড, ডেকোরেটর এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিয়ে ভাঙায়। ঘটনার জেরে ক্ষতি হয়েছে বহু কোটি টাকার। ফলে বিশেষজ্ঞদের দাবি, সম্পর্ক তৈরি কারিগর হিসেবে সোশাল মিডিয়ায় সুনাম থাকলেও, বাস্তবে দেখা যাচ্ছে বিয়ের ভাঙার ক্ষেত্রে মূল ভিলেন এই সোশাল মিডিয়া।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। পলাশ নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরে প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। নেটিজেনদের বক্তব্য, সম্ভবত সেই কারণেই পলাশের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিপোর্ট বলছে, গত ৪০ দিনে ১৫০ দম্পতির বিয়ে ভেঙেছে শুধুমাত্র মধ্যপ্রদেশের ইন্দোরে।
  • যে সোশাল মিডিয়ার দৌলতে মানুষের সঙ্গে যোগাযোগ সরল হয়ে উঠেছে, দেশব্যাপী বিয়ে ভাঙার মূল কাণ্ডারি এই প্রযুক্তিই।
  • ৬২ শতাংশ ক্ষেত্রে প্রাক্তন সম্পর্ক ও পুরনো সোশাল মিডিয়া পোস্টের জেরে ভেঙেছে বিয়ে।
Advertisement