shono
Advertisement
Delhi

দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সদ্য তৈরি চারতলা বাড়ি, মৃত ৪, আহত অনেকে

ঘটনার সময় ওই বাড়ির ভিতরে ২০-২৫ জন ছিলেন।
Published By: Kishore GhoshPosted: 07:53 PM Jan 28, 2025Updated: 11:49 AM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় একাধিক বহুতল হেলে পড়া নিয়ে বিতর্কের মধ্যেই খোদ রাজধানী দিল্লিতে বহুতল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। সদ্য নির্মাণ কাজ শেষ হওয়া ওই বাড়ি ভেঙে পড়ায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রাথমিকভাবে ধ্বংসস্তূপ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছিল। দিল্লির বুরারি অঞ্চলের ঘটনায় এলাকার বহুতলবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে 'অস্কার পাবলিক স্কুল'-এর কাছে 'কৌশিক এনক্লেভ'-এ। আচমকা চারতলা ভবনটি হুড়িমুড় করে ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই বাড়ির মধ্যে ২০-২৫ জন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। এছাড়া দিল্লি সিভিল ডিফেন্স এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও হাত লাগান উদ্ধার কাজে। গোটা বহুতলটি ভেঙে পড়ায় কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন উদ্ধারকারীরা। প্রাথমিক ভাবে ১২জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

দিল্লিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় গাফিলতির অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বহুতল বিপর্যয়ের খবর পেয়েই এলাকায় পৌঁছান মনোজ। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, "নতুন বাড়ি ভেঙে পড়ল। বোঝাই যাচ্ছে কোথাও গাফলতি রয়েছে। এই গাফিলতির জন্য যারা দায়ী তাদের ছেড়ে দেওয়া হবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে "অস্কার পাবলিক স্কুল"-এর কাছে "কৌশিক এনক্লেভ"-এ।
  • দিল্লিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় গাফিলতির অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।
Advertisement