shono
Advertisement

উপত্যকায় সেনার গুলিতে নিকেশ আল-বদর জঙ্গিগোষ্ঠীর চাঁই-সহ ২

আইইডি বিশেষজ্ঞ হিসাবে কুখ্যাত ছিল জিনাত উল ইসলাম। The post উপত্যকায় সেনার গুলিতে নিকেশ আল-বদর জঙ্গিগোষ্ঠীর চাঁই-সহ ২ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:02 PM Jan 13, 2019Updated: 06:23 PM Jan 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত কাশ্মীরে আবারও সাফল্য পেল ভারতীয় সেনা৷ রাতভর চলা দু’পক্ষের গুলির লড়াইয়ে জম্মু-কাশ্মীরের কুলগামে নিকেশ দুই জঙ্গি৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷

Advertisement

‘বিতর্কিত’ কবিতা লিখে অসমে হিন্দুত্ববাদীদের রোষের মুখে শ্রীজাত

জম্মু-কাশ্মীরের কুলগামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ গোপন সূত্রে শনিবার বিকেলেই এই খবর পায় সেনা৷ সেনার সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরাও ওই এলাকায় হানা দেয়৷ ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান৷ জঙ্গিরা যে এলাকায় লুকিয়েছিল সেই এলাকায় সেনা এবং পুলিশ পৌঁছায়৷ প্রায় সঙ্গে সঙ্গে জঙ্গিরা সেনাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে৷ পালটা জবাব দেয় সেনা৷ রাতভর চলে দু’পক্ষের গুলির লড়াই৷ রবিবার ভোরের দিকে ওই এলাকায় দু’জন জঙ্গির দেহ উদ্ধার হয়৷ সেনা সূত্রে খবর, নিকেশ হওয়া ওই দুই জঙ্গিরা হল জিনাত উল ইসলাম এবং শাকিল আহমেদ দার৷ আল-বদর জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডার ছিল জিনাত৷ ২০১৫ সালে জঙ্গি দলে নাম লেখায় সে৷ গত একবছরে একাধিক নাশকতা, সেনার উপর হামলার ঘটনায় নাম জড়িয়েছিল তার৷ আইইডি বিশেষজ্ঞ হিসাবে কুখ্যাত ছিল সে। সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এই এ প্লাস প্লাস (A++) ক্যাটেগরির জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছিল৷ অবশেষে শনিবার রাতের এনকাউন্টারে মিলল সাফল্য৷ খতম হওয়া ওই দুই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

উপত্যকায় টহলদারির সময় আইইডি বিস্ফোরণ, শহিদ মেজর ও জওয়ান

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এদিনের সংঘর্ষ নিয়ে টুইট করেছেন। তিনি লেখেন, কুলগামের যে অঞ্চলে দুই জঙ্গি নিহত হয়েছে, সেখান থেকে সংঘর্ষের খবর পেয়েছি। আশা করি নিরীহ মানুষদের গায়ে এই সংঘর্ষের আঁচ লাগবে না৷ তাহলে হিংসা বেড়েই চলবে।

The post উপত্যকায় সেনার গুলিতে নিকেশ আল-বদর জঙ্গিগোষ্ঠীর চাঁই-সহ ২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement