shono
Advertisement
Kashmir terrorist

চারদিন অভিযান শেষে বড়সড় সাফল্য, কাশ্মীরে নিকেশ দুই জঙ্গি

গুলির লড়াইয়ে আহত হয়েছেন পাঁচ পুলিশকর্মীও।
Published By: Anwesha AdhikaryPosted: 07:55 PM Mar 27, 2025Updated: 07:55 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত চারদিন ধরে সন্ত্রাসদমন অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। অবশেষে মিলল সাফল্য। বৃহস্পতিবার কাশ্মীরের কাঠুয়া জেলায় নিকেশ হল দুই জঙ্গি। তবে গুলির লড়াইয়ে আহত হয়েছেন পাঁচ পুলিশকর্মীও। তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার থেকে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। পুলিশ এবং সেনার সঙ্গে এনএসজি, বিএসএফ ও সিআরপিএফের বাহিনী একজোট হয়ে তল্লাশি অভিযানে নামে। হেলিকপ্টার, ড্রোন, স্নিফার ডগ- সমস্ত কিছু সঙ্গে নিয়ে তল্লাশি শুরু হয়। চারদিন কেটে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে জাখোল গ্রাম সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়।

দিনভর লড়াই চলে দুপক্ষে। বৃহস্পতিবার বিকেলের দিকে দুই জঙ্গির নিকেশ হওয়ার খবর মেলে। প্রাথমিকভাবে অনুমান, গত শনিবার সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকেছিল ওই দুই জঙ্গি। সম্ভবত নতুন কোনও সুড়ঙ্গ ব্যবহার করেছিল তারা। তবে নিকেশ হওয়া দুই জঙ্গির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, গুলি লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন পাঁচজন পুলিশকর্মী। তাঁদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুই জঙ্গি নিকেশ হলেও জঙ্গলে ঘেরা এলাকায় এখনও তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার থেকে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী।
  • বৃহস্পতিবার সকাল থেকে জাখোল গ্রাম সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়।
  • দিনভর লড়াই চলে দুপক্ষে। বৃহস্পতিবার বিকেলের দিকে দুই জঙ্গির নিকেশ হওয়ার খবর মেলে।
Advertisement