shono
Advertisement

শহিদদের বদলা! কাশ্মীরে সেনার গুলিতে খতম ২ জেহাদি

জঙ্গিদের খোঁজে এখনও চলছে তল্লাশি।
Posted: 01:13 PM Sep 16, 2023Updated: 01:13 PM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্তনাগের শহিদদের বদলা নিল সেনা। জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় এনকাউন্টারে খতম হয়েছে দুই জঙ্গি। উরি এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে এখনও জেহাদিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।  

Advertisement

জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগে চলতে থাকা এনকাউন্টার চতুর্থ দিনে পা দিয়েছে। তার মাঝেই এদিন উরিতে বড় সাফল্য পেল সেনা। এই বিষয়ে কাশ্মীর পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “উরি সংলগ্ন বারামুলা জেলার হাথলাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানে সেনাবাহিনী ও বারামুলা পুলিশের যৌথ এনকাউন্টারে নিকেশ হয় দুই জঙ্গি। তারা সীমান্তের ওপার থেকে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র পাচার করত। ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গেও যুক্ত ছিল।” জেহাদিদের খোঁজে এখনও তল্লাশি চলছে।

[আরও পড়ুন: ভারতে ইসলামিক স্টেটের প্রশিক্ষণ শিবির! ৩০টি জায়গায় অভিযানে NIA]

উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে অনন্তনাগে লুকিয়ে থাকা লস্কর জঙ্গিদের লড়াই চলছে। জঙ্গলের মধ্যে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করেছিল যৌথ নিরাপত্তারক্ষা বাহিনী। সেই সময়েই জঙ্গিদের গুলিতে তিন আধিকারিকের মৃত্যু হয়। তার পরেই হামলার দায় স্বীকার করে বার্তা দেয় জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। তাদের একটি শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট জানিয়েছে, চলতি মাসেই পাক অধিকৃত কাশ্মীরে তাদের সংগঠনের এক নেতা খুন হন। তার প্রতিশোধ নিতেই হামলা হয়েছে নিরাপত্তা বাহিনীর উপরে।

[আরও পড়ুন: সঞ্জয় মিশ্রের অবসর, ইডির অস্থায়ী প্রধানের দায়িত্বে রাহুল নবীন]

জম্মু ও কাশ্মীরে লাগাতার সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। পালটা অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) হত্যাকারীদের খতম করে জেহাদিদের কোমর ভেঙে দিয়েছে সেনাবাহিনী। নয়াদিল্লিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক ইস্যু এতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement