shono
Advertisement
Mumbai

পুণে আইইডি বিস্ফোরণের ছক! দুবছর ফেরার থাকার পর এআইএ-র জালে ISIS স্লিপার সেলের সদস্য

বিভিন্ন দেশে পালিয়ে বেড়িয়েও শেষরক্ষা হল না।
Published By: Gopi Krishna SamantaPosted: 03:01 PM May 17, 2025Updated: 03:01 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে এনআইএ। শুক্রবার রাতে বিমানবন্দরের দু’নম্বর গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই দু’জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS-স্লিপার সেলের কাজ করত। অভিযুক্তরা ২০২৩ সালে পুণেতে আইইডি বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে যুক্ত ছিল।

Advertisement

জানা গিয়েছে, আবদুল্লা ফাইয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং তালহা খান দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছিল। দীর্ঘ সময় তারা ইন্দোনেশিয়ায় লুকিয়ে ছিল। শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দরে পৌঁছতেই তাদের গ্রেপ্তার করে এনআইএ। এই দুই অভিযুক্ত এনআইএ-র ওয়ান্টেড লিস্টে ছিল। দুই জঙ্গির খোঁজ দিলে ৩ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও করা হয়েছিল। এনআইএ আধিকারিকরা জানিয়েছেন, ২০২৩ সালে পুণে আইইডি বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পাশাপাশি সারা দেশে লাগাতার বিস্ফোরণে ছক ছিল অভিযুক্তদের।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত সরকার। কাশ্মীর উপত্যকাজুড়ে লাগাতার অভিযান শুরু হয়েছে। দু’টি আলাদা অভিযানে ছয় জঙ্গিকে নিকেশ করেছে সেনা। জঙ্গিদের একাধিক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শুক্রবার রাতে একটি হুমকি মেলে মুম্বই বিমানবন্দর ও তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই রাতেই ওই বিমানবন্দর থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করল এনআইএ।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে এনআইএ।
  • এই দু’জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS-স্লিপার সেলের কাজ করত।
  • অভিযুক্তরা ২০২৩ সালে পুণেতে আইইডি বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে যুক্ত ছিল।
Advertisement