shono
Advertisement

২১ দিনের আইসোলেশন, মাস্ক পরা! মাঙ্কিপক্সে নির্দেশিকা জারি দিল্লিতে, টিকা তৈরির দরপত্র চাইল কেন্দ্র

আগেভাগেই টিকা তৈরিতে উদ্যোগী কেন্দ্র সরকার।
Posted: 09:35 PM Jul 27, 2022Updated: 09:35 PM Jul 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে মাঙ্কিপক্স (Monkeypox) আতঙ্ক বাড়তেই এই ছোঁয়াচে রোগের টিকা তৈরিতে প্রথম উদ্যোগ নিয়ে ফেলল কেন্দ্র। বুধবারই বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থার কাছে মাঙ্কিপক্সের টিকা তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে কেন্দ্র। একই সঙ্গে এই ভাইরাসের শনাক্তকরণ কিট তৈরির জন্যও দরপত্র আহ্বান করা হয়েছে।

Advertisement

কেন্দ্র জানিয়েছে, মাঙ্কিপক্সের টিকা এবং শনাক্তকরণ কিট পিপিপি (PPP) মডেল অনুযায়ী তৈরি করা হবে। আগামী ১০ আগস্টের মধ্যে আগ্রহী সংস্থাগুলিকে দরপত্র জমা দিতে হবে। যার অর্থ, কেন্দ্র দ্রুততার সঙ্গেই এই ভ্যাকসিন তৈরির কাছে এগোতে চাইছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে ৪ জন মাঙ্কিপক্স রোগীর সন্ধান মিলেছে। এই রোগ আরও ছড়িয়ে পড়ার আগেই সতর্ক হতে চাইছে সরকার। আলাদা করে সতর্কতা জারি করেছে দিল্লি সরকারও। গত মে মাসে কেন্দ্র সরকার মাঙ্কিপক্স নিয়ে যে নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকা বুধাবারই কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।

[আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড: ইডির বেশিরভাগ প্রশ্নের জবাব দিয়েছেন সোনিয়া! উত্তর মিলছে রাহুলের সঙ্গেও, দাবি সূত্রের]

কেন্দ্রের নির্দেশিকা:
সংক্রমিত রোগীদের ২১ দিনের আইসোলেশনে (Isolation) রাখতে হবে। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও ২১ দিন আইসোলেশনে থাকতে পারে।
মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির স্পর্শ করা ও ব্যবহৃত জিনিসে হাত দেবে না।
সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে তারপরই হাত ধুয়ে ফেলতে হবে সাবান ও জল দিয়ে। স্যানিটাইজারও ব্যবহার করা যেতে পারে।
রোগীর দেখভাল করার সময় মাস্ক ও গ্লাভস পরে থাকতে হবে।
আক্রান্ত ব্যক্তিদের অন্তঃসত্ত্বা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।
ত্বকে র‍্যাশ, কনজাংটিভাইটিস, মুখের আলসার, জ্বরের মতো নানা উপসর্গের ক্ষেত্রে আলাদা আলাদা চিকিৎসার কথা জানানো হয়েছে গাইডলাইনে।
সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে পিসিআর (PCR) এবং/অথবা সিকোয়েন্সিং পরীক্ষার মাধ্যমে ভাইরাসকে চিহ্নিত করা যাবে।

[আরও পড়ুন: সংসদে লাগাতার বিরোধী কণ্ঠরোধ! এবার সাসপেন্ড রাজ্যসভার AAP সাংসদ, গর্জে উঠল TMC]

এই নির্দেশিকা শুধুমাত্র মাঙ্কিপক্স আক্রান্ত রোগী ও তাদের পরিবারের জন্য। শেষবার আক্রান্তের সংস্পর্শে আসার পর ২১ দিন আইসোলেশনে থাকতে হবে পরিবারের সদস্যদেরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement