সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা আগেই ছিল। সেইমতো জিএসটি কাউন্সিলের বৈঠকের শেষে সিগারেট ও তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করা হল। সোমবার মধ্যরাত থেকেই চালু হবে এই নয়া দাম। এর ফলে অনেকটাই মহার্ঘ হল সিগারেট।
[এবার বন্ধ হতে চলেছে দেশের বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক!]
স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা যতই থাক, দেশ জুড়ে ধূমপায়ীর সংখ্যা কম নয়। তাঁদের পকেটে এবার বাড়তি কোপ পড়তে চলেছে। এমনিতেই জিএসটির সর্বোচ্চ স্ল্যাব অর্থাৎ ২৮ শতাংশই ধার্য হচ্ছে সিগারেটের জন্য। তার সঙ্গে যোগ হচ্ছে বাড়তি সেস। ফলে বেশ মহার্ঘই হচ্ছে এই সিগারেট। জানা যাচ্ছে, জিএসটি চালু হওয়ার দরুণ যে রাজ্যগুলি ক্ষতির মুখে পড়বে, সেই ক্ষতিপূরণের জন্যই এই বাড়তি সেস বসানোর ভাবনা কেন্দ্রের।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ৬৫ মিমি দৈর্ঘ্যের সিগারেটে প্রতি হাজারটিতে সেস বাড়ছে ৪৮৫ টাকা। এর থেকে বড় দৈর্ঘ্যের সিগারেটের ক্ষেত্রে তা বেড়ে হচ্ছে ৭৯২ টাকা।
The post সোমবার মধ্যরাত থেকেই অনেকটা দাম বাড়ছে সিগারেটের appeared first on Sangbad Pratidin.
