সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরল পুলওয়ামার (Pulwama) স্মৃতি। ফের শহিদের রক্তে ভিজল কাশ্মীর (Kashmir) উপত্যকা। বৃহস্পতিবার জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন তিন সেনা জওয়ান। জানা গিয়েছে, পুঞ্চে সেনার ট্রাকে আচমকাই গুলিবৃষ্টি চালায় জঙ্গিরা। গুরুতর আহত জওয়ানদের উদ্ধার করতে বিশেষ বাহিনীও পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত তিন জওয়ানকে বাঁচানো যায়নি। উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন।
সেনা সূত্রে খবর, বুধবার রাত থেকেই পুঞ্চের (Poonch) ডেরা কি গলি এলাকায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার শুরু হয় সেনার। বৃহস্পতিবার বিকেলে সেনার দুটি ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। আহত জওয়ানদের সঙ্গে যোগাযোগ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুল্যান্স পৌঁছনো হয়। তবে শেষরক্ষা হয়নি। তিন সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে।
[আরও পড়ুন: ফিরে দেখা ২০২৩: ক্রিকেট থেকে রাজনীতি, বিজ্ঞান থেকে বাণিজ্য, বছরভর চর্চায় যাঁরা]
আরও জানা গিয়েছে, এখনও সেনার সঙ্গে গুলির লড়াই চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। ইতিমধ্যেই বাড়তি বাহিনী পাঠানো হয়েছে পুঞ্চে। তবে আর কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি সেনার তরফে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটের পর থেকে লাগাতার আক্রমণ চলছে দুই তরফেই।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)। ৪ বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার দগদগে স্মৃতি। আবারও এক লোকসভা নির্বাচনের আগেই সেনার রক্ত ঝরল কাশ্মীরে।