shono
Advertisement
Telangana

নৃশংস! তেলেঙ্গানায় পা-গলা বাঁধা ৩২ পথকুকুর উদ্ধার, প্রাণ গেল ২১টির

পথকুকুরের উপর অত্যাচারের ঘটনাটি প্রকাশ্যে আসে ৪ জানুয়ারি। 
Published By: Kishore GhoshPosted: 02:26 PM Jan 08, 2025Updated: 03:43 PM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশুদের মধ্যে কি 'মানুষ' বা 'মানুষের বাচ্চা' গালাগাল প্রচলিত! হতেও পারে। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার এডুমাইলারাম গ্রামের ঘটনায় সেই কথাই প্রমাণিত। সেখানে ৩২টি পথকুকুরের হাত-পা-গলা সরু তার দিয়ে এমনভাবে বাঁধা হয়, যার ফলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২১টি কুকুরের। পথকুকুরের উপর নৃশংস অত্যাচারের ঘটনাটি প্রকাশ্যে এসেছে গত ৪ জানুয়ারি। 

Advertisement

জানা গিয়েছে, এডুমাইলারামে কুকুরের উপর অত্যাচারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটিজেনস ফর অ্যানিমেলের সদস্যরা। অসুস্থ কুকুরগুলিকে উদ্ধার করে হায়দারবাদের পশু আশ্রয়কেন্দ্রে আনা হয়। জানা গিয়েছে, জীবিত ১১টি কুকুরের মধ্যে বেশ কয়েকটির অবস্থা আশঙ্কাজনক। সারমেয়গুলিকে সরু তার দিয়ে বাঁধায় মুখ, পা-সহ শরীরের একাধিক জায়গা কেটে গিয়েছে। তাদের চিকিৎসা চলছে ওই আশ্রয়কেন্দ্রে।

সিএফএ-র জনৈক প্রতিনিধি বলেন, "এটা হৃদয়বিদারক ঘটনা। অসহায় প্রাণীগুলিকে এমন বাঁধা হয়েছিল যে তারা সাহায্যের জন্য ডাকতেও পারেনি। এই কাজ বোধগম্যতার বাইরে।" পশুপ্রেমী থেকে আমজনতা সকলের দাবি, পথকুকুরের উপর এই নৃশংস অত্যাচারের তদন্ত করতে হবে। দোষীদের কঠিনতম শাস্তি দিতে হবে। অপরাধী খুঁজতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এডুমাইলারামে কুকুরের উপর অত্যাচারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটিজেনস ফর অ্যানিমেলের সদস্যরা।
  • সারমেয়গুলিকে সরু তার দিয়ে বাঁধায় মুখ-সহ শরীরের একাধিক জায়গা কেটে গিয়েছে।
Advertisement