shono
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে পথচারীকে ধাক্কা মেরেই উলটে গেল অ্যাম্বুলেন্স, ঘটনাস্থলে মৃত ৪

আহত পাঁচ জনকে জব্বলপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 09:43 PM Dec 01, 2024Updated: 09:43 PM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথচারীকে ধাক্কা মেরে রাস্তায় উলটে গেল অ্যাম্বুলেন্স। মধ্যপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ৫ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে সেওনি জেলায় জব্বলপুর-নাগপুর হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Advertisement

এসডিওপি অপূর্ব ভালাওই জানান, বছর আঠারোর জখম ব্যক্তি আনিশ শাহকে অন্ধ্র্রপ্রদেশের কুরনুল থেকে বিহারের চম্পারনে পৌঁছে দিচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটি। দুজন চালক এবং একই পরিবারের ছজন ছিলেন গাড়িতে। এদিন ভোরে সেটি প্রথমে ধুমা থানা এলাকায় পথচারী রঙ্গলাল খুলাস্তেকে ধাক্কা মারে। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি একটি পোলে ধাক্কা মেরে উলটে যায়।

এই দুর্ঘটনায় মত্যু হয়েছে ৩৫ বছরের প্রতীমা শাহ, ৪০ বছরের সুনীল শাহ, ৩৬ বছরের মুকেশ শাহ এবং ৪ বছরের প্রিন্স শাহর। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের উদ্ধার করে জব্বলপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে ভোরবেলা কুয়াশার কারণে দৃশ্যমানতার সমস্যা ছিল রাস্তায়। হয়তো সেই কারণেই দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর আঠারোর জখম ব্যক্তি আনিশ শাহকে অন্ধ্র্রপ্রদেশের কুরনুল থেকে বিহারের চম্পারনে পৌঁছে দিচ্ছিল অ্যাম্বুলেন্সটি।
  • এদিন ভোরে সেটি ধুমা থানা এলাকায় পথচারী রঙ্গলাল খুলাস্তেকে ধাক্কা মারে।
Advertisement