shono
Advertisement

পথকুকুরের হামলা অব্যাহত দিল্লিতে, সারমেয়ের কামড়ে মৃত দুই ভাই 

মৃত দুই নাবালকের বয়স ৭ বছর ও ৫ বছর।
Posted: 08:56 PM Mar 12, 2023Updated: 08:56 PM Mar 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র তিন দিনের মধ্যে পথকুকুরের কামড়ে মৃত্যু হল দুই ভাইয়ের। শুক্রবার মৃত্যু হয় ৭ বছর বয়সি এক বালকের। তারপরেই রবিবার মারা যায় তার ৫ বছর বয়সি ভাই। দিল্লির (Delhi) এই মর্মান্তিক ঘটনার দায় কার, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আপ ও বিজেপি দুই দল একে অপরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, দিল্লির সিন্ধি ক্যাম্প এলাকার বসতিতে থাকত দুই ভাই আনন্দ ও আদিত্য। গত শুক্রবার ঝুপড়ি থেকে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায় ৭ বছর বয়সি আনন্দ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে তার ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়। পুলিশের অনুমান, পশুর কামড়েই মৃত্যু হয়েছে আনন্দের। এই ঘটনার পর দু’দিন কাটতেই ফের আরেক নাবালকের উপর হামলা করে পথকুকুররা (Stray Dogs)।

[আরও পড়ুন: শুভেন্দুর সুপারিশে ১৫০ জনের চাকরি! ‘তদন্ত হোক’, গ্রুপ সি’র নথি দেখিয়ে দাবি কুণালের]

রবিবার বিকেলে ঝুপড়ি পেরিয়ে কিছুটা দূরে গিয়েছিল মৃত আনন্দের ভাই আদিত্য। কিছুক্ষণ পরে দেখা যায়, বেশ কয়েকটি কুকুর ঘিরে ধরেছে ৫ বছরের ছোট্ট আদিত্য। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও সেখানে আদিত্যকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

পরপর দুই ভাইয়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। এহেন পরিস্থিতিতে স্থানীয় বিজেপি কাউন্সিলর ইন্দ্রজিৎ শেরাওয়াত বলেন, “পথকুকুরদের নিয়ন্ত্রণ করা আসলে পুরনিগমের দায়িত্ব।” বিজেপি সাংসদ রমেশ বিদুরি বলেন, “বিজেপি যখন দিল্লি পুরনিগমে ক্ষমতায় ছিল তখন এসব হতো না। মাত্র তিন মাস হল আপ ক্ষমতায় এসেছে। তার মধ্যেই এমন মর্মান্তিক ঘটনা।” যদিও আপের তরফে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

[আরও পড়ুন: কলকাতা পুরসভার স্কুলে এবার ‘লাইব্রেরি ক্লাস’, খুদেদের জন্য থাকবে মুখ্যমন্ত্রীর লেখা ছড়ার বই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement