সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতীশের বিহার যেন দুষ্কৃতীদের স্বর্গ রাজ্য! বলিউডি কায়দায় পাঁচ দুষ্কৃতী হাসপাতালে ঢুকে গুলি করে খুন করল রোগীকে। মৃত ব্যক্তি একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পাটনার একটি হাসপাতালে। পুরো ঘটনাটি ধরা পড়েছে হাসপাতালে থাকা সিসিটিভিতে। এই ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হাতে বন্দুক নিয়ে পাঁচ দুষ্কৃতী হাসপাতালের মধ্যে ঢোকে। এরপরই হাসপাতালে ভর্তি চন্দন মিশ্রর কেবিনে ঢুকে পড়ে। সেখানেই তাকে গুলি করে খুন করে। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি বিহারে। খুনের মামলায় বক্সার জেলে বন্দি ছিল সে। সেখান থেকে ভাগলপুর জেলে পাঠানো হয়েছিল তাকে। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন আগে প্যারোলে ছাড়া পায় সে। এরপরই পারস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পাঁচ দুষ্কৃতী ঢুকে গুলি করে খুন করে তাকে।
পুলিশের সন্দেহ চন্দনের বিরোধী গ্যাং এই ঘটনা ঘটিয়েছেন। পাটনার পুলিশ সুপার কার্তিক কে শর্মা জানিয়েছেন, চন্দন কুখ্যাত দুষ্কৃতী ছিল। গ্যাং ওয়ারের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে এই ঘটনার পর হাসপাতালেরর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনা নিয়ে নীতীশ প্রশাসনকে কটাক্ষ করেছে আরজেডি ও কংগ্রেস। এই ঘটনার পর আরজেডি নেতা তেজস্বী যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘কেউ কোথাও নিরাপদ নয়। প্রশাসনের মদতে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে আইসিইউতে থাকা রোগীকে গুলি করে হত্যা করছে।’ এর পালটা দিয়ে বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা জানিয়েছেন, এই ঘটনা হতাশাজনক। ঘটনার তদন্ত করা হচ্ছে। কোনও অপরাধীই ছাড় পাবে না।
