shono
Advertisement

Breaking News

অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ৬ শ্রমিকের

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১২ জন।
Posted: 08:50 AM Apr 14, 2022Updated: 08:50 AM Apr 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত অন্তত ৬। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত আরও ১২ জন শ্রমিক। শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে অন্ধ্র্রপ্রদেশের জগনমোহন রেড্ডির সরকার। আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

Advertisement

বুধবার মাঝরাতে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলায় রাসায়নিক কারখানার চার নম্বর ইউনিটে ভয়াবহ আগুন (Andhra Pradesh Fire) লাগে। সেখানে ওষুধ তৈরির কাজ হত বলে খবর। জানা গিয়েছে, রাতে ওই ইউনিটে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় আগুন লাগে। কারখানার ভিতরেই অগ্নিদগ্ধ হন শ্রমিকরা। দমকল কর্মীদের দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর জখম। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁদের।

 

[আরও পড়ুন: AFC Cup: ‘ভারতের ২ ক্লাবকে ছিটকে দিয়েছিলাম’, এটিকে মোহনবাগানকে হুঙ্কার আবাহনী কোচের]

উল্লেখ্য, মৃতদের মধ্যে চারজন বিহারের বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসেবে অন্ধ্রপ্রদেশে কাজ করতে এসেছিলেন। পেটের টানে ভিনরাজ্যে কাজ করতে এসে আর বাড়ি ফেরা হল না তাঁদের।

 

মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যে মৃত শ্রমিকদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা, গুরুতর জখম শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ এবং সামান্য আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রেড্ডি। সরকারি আধিকারিকদের গোটা পরিস্থিতির দিকে নজর রাখতে নির্দেশও দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: শিক্ষিকাই হতে চান, অন্য চাকরির প্রস্তাব ফেরালেন ধরনা মঞ্চের ব্লাড ক্যানসারে আক্রান্ত সোমা]

কী কারণে রাসায়নিক কারখানায় আগুন লাগল, তা এখনও অজানা। কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। জেলার পুলিশ সুপার এবং জেলাশাসককে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেড্ডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement