shono
Advertisement
Andhra Pradesh

বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে অন্ধ্রপ্রদেশে হত ৭

নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর।
Published By: Biswadip DeyPosted: 10:06 AM Nov 24, 2024Updated: 10:06 AM Nov 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে ভয়ংকর দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। রাজ্যের অনন্তপুর জেলায় ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর।

Advertisement

ঠিক কী হয়েছিল? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ১৩ জন শ্রমিক অটোতে চেপে আসছিলেন। তাঁরা থিম্মাপেটার কাছে কলাবাগানে কাজ করছিলেন। আচমকাই গার্লাডিনের তালাগাসিপল্লি মোড়ের কাছে সেই অটোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই শ্রমিকদের সকলেই পুটলুর মণ্ডলের এল্লুটলা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তায় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সেই সঙ্গে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে ভয়ংকর দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে।
  • রাজ্যের অনন্তপুর জেলায় ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।
  • নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর।
Advertisement