shono
Advertisement
UP

জীবন সায়াহ্নে দাঁড়িয়ে ৩৫-এর যুবতীকে বিয়ে! রাত পোহাতেই মৃত্যু ৭৫-এর বৃদ্ধের

বউয়ের সঙ্গে মধুচন্দ্রিমায় যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বৃদ্ধ।
Published By: Amit Kumar DasPosted: 03:23 PM Oct 01, 2025Updated: 10:11 AM Oct 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন সায়াহ্নে এসে একাকীত্ব কাটাতে ৩৫ বছরের যুবতীকে বিয়ে করেছিলেন ৭৫ বছরের বৃদ্ধ। তবে বিয়ের রাত পোহাতেই সকালে মৃত্যু হল ৭৫ বছরের বৃদ্ধের চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে। মৃত বৃদ্ধের নাম সঙ্গরু রাম। তাঁর এই রহস্যমৃত্যুর তদন্তের দাবি করেছে পরিবার।

Advertisement

জানা যাচ্ছে, সঙ্গরু রামের প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছে এক বছর আগে। কোনও সন্তান না থাকায় একাই থাকতেন বৃদ্ধ। চাষবাসের মাধ্যমে দিন গুজরান করতেন। দীর্ঘ একাকীত্ব কাটাতে সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নেন বৃদ্ধ। তবে তাঁর পরিবারের বেশিরভাগেরই আপত্তি ছিল বিয়েতে। সে সব অবশ্য ফুঁৎকারে উড়িয়ে গত ২৯ সেপ্টেম্বর জালালপুরের বাসিন্দা মানভাবতি নামে ৩৫ বছরের এক যুবতীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। সেইমতো প্রথমে আদালতে আইনি ও পরে এক মন্দিরে গিয়ে আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন করেন। এটি ছিল মানভাবতির দ্বিতীয় বিয়ে ফলে তাঁর আগের পক্ষের দুই কন্যা ও এক পুত্র ছিল। যুবতীর দাবি অনুযায়ী, তাঁর স্বামী তাঁকে জানিয়েছিল তাঁর সন্তানের দায়িত্ব পালন করবেন সঙ্গরুরাম। বিয়ের পর সারারাত দু'জনে গল্প করে কাটান। নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন সঙ্গরুরাম। কিন্তু বিয়ের পরদিনই বৃদ্ধের শরীর অসুস্থ হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।

বৃদ্ধের এমন অস্বাভাবিক মৃত্যুতে চর্চা শুরু হয়েছে গ্রামে। কারও মতে এই মৃত্যু বাধক্যজনিত বলে দাবি করা হলেও। অনেকেই মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেছেন। বৃদ্ধের ভাই ও ভাইপোরা কর্মসূত্রে দিল্লির বাসিন্দা হওয়ায়। তাঁরা এসে পৌঁছতে পারেননি। যার জেরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি বৃদ্ধের। অনেকেই এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন। দাবি উঠেছে ময়নাতদন্তের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জীবন সায়াহ্নে এসে একাকীত্ব কাটাতে ৩৫ বছরের যুবতীকে বিয়ে করেছিলেন ৭৫ বছরের বৃদ্ধ।
  • বিয়ের রাত পোহাতেই সকালে মৃত্যু হল ৭৫ বছরের বৃদ্ধের চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে।
  • এই রহস্যমৃত্যুর তদন্তের দাবি করেছে পরিবার।
Advertisement