‘এখন আর ইডি-সিবিআইকে গুরুত্ব দিই না’, সম্পত্তির নথি তলব নিয়ে মন্তব্য অভিষেকের

07:38 PM Sep 21, 2023 |
Advertisement

নন্দিতা রায়, নয়াদিল্লি: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় সম্পত্তির নথি তলব ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক জানালেন, ২০২০ সাল থেকেই তাঁর সম্পত্তির সব হিসাব ইডির কাছে জমা দেওয়া আছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য,”আমি ইডি-সিবিআইকে আর গুরুত্ব দিই না।”

Advertisement

বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর এবং শীর্ষ পদাধিকারীদের সম্পত্তির তথ্য হলফনামা আকারে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা দিয়েছে ইডি। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতেই এই প্রসঙ্গেই মুখ খোলেন অভিষেক। তিনি জানান, “২০২০ সালে আমি প্রথম যেদিন ইডিতে গিয়েছি, সেদিনই আমার যাবতীয় সম্পত্তির হিসাব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দিয়ে এসেছি। নতুন করে কী জমা দেবে? ওদের কাছে প্রথম থেকেই তো সব আছে।”

[আরও পড়ুন: প্রথম একদিনের ম্যাচে নেই স্টার্ক-ম্যাক্সওয়েল, চোট নাকি প্যাট কামিন্সের মাইন্ড গেম? জানতে পড়ুন]

অভিষেকের অভিযোগ, বারবার তলব করে তাঁকে হেনস্তা করার চেষ্টা হয়েছে। তিনি জানান, “আমাকে পাঁচবার তলব করেছে। চারবার ইডি, একবার সিবিআই (CBI)। আমার স্ত্রীকে চারবার তলব করেছে।” তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সাফ কথা, “আমি এখন আর ইডি-সিবিআইকে গুরুত্ব দিই না।”

[আরও পড়ুন: কবে, কোথায় দেখবেন বাইশ গজে কে এল রাহুল-প্যাট কামিন্সদের লড়াই?]

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নিয়োগ মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ইডিকে অভিষেক-সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সব ডিরেক্টরের সম্পত্তির নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ২১ সেপ্টেম্বরের মধ্যে সেই নথি জমা দিতে বলা হয়েছিল। সেই মতোই নথি জমা দিয়েছে ইডি।

Advertisement
Next