shono
Advertisement

Uttarakhand Election 2022: উত্তরাখণ্ডে ভোটের আগেই ধাক্কা, কংগ্রেসে যোগ দিলেন বিজেপির তারকা প্রচারক রিমি সেন

উত্তরাখণ্ডের নির্বাচন অভিযান সমিতির প্রধান হলেন অভিনেত্রী।
Posted: 08:00 PM Feb 07, 2022Updated: 08:12 PM Feb 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক তারকার রাজনৈতিক দলে যোগ দেওয়ার খবর আসছে। এবার কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী রিমি সেন (Rimi Sen) । উত্তরাখণ্ডের নির্বাচন অভিযান সমিতির প্রধান হলেন তিনি।

Advertisement

কলকাতায় জন্ম রিমি সেনের। অপর্ণা সেন পরিচালিত ‘পারমিতার একদিন’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তারপরই মুম্বই পাড়ি দেন। আমির খানের বিপরীতে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। দু’টি তেলুগু ছবিরে অভিনয়ের পর বলিউডে নজর কাড়েন ‘হাঙ্গামা’ ছবির মাধ্যমে।  ‘বাগবান’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম ২’, ‘দিওয়ানা হুয়ে পাগল’, ‘জনি গদ্দার’-এর মতো সিনেমায় কাজ করেছেন।

[আরও পড়ুন: শেষ ক’টা দিন কেমন কেটেছিল লতা মঙ্গেশকরের? স্মৃতিচারণায় হাসপাতালের চিকিৎসক]

কিন্তু ২০১১ সালের পর থেকে আর সেভাবে অভিনয় জগতে দেখা যায়নি রিমি সেনকে। মাঝে রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছিলেন রিমি। সেভাবে দর্শকদের মন জয় করতে পারনেনি। এদিন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরিশ রাওয়াত (Harish Rawat) হাত ধরে কংগ্রেসে যোগ দেন অভিনেত্রী।

সোমবার আরও এক অভিনেত্রীর রাজনীতিতে আসার খবর পাওয়া গিয়েছে। পাঞ্জাব নির্বাচনের ঠিক আগেই মাহি গিলের (Mahi Gill) বিজেপিতে যোগ দেওয়ার খবর পাওয়া গিয়েছে। এরপরই রিমি সেনের খবর প্রকাশ্যে আসে।  রিমির কংগ্রেসে যোগদানের ভিডিও শেয়ার করে খুশি জাহির করেন হরিশ রাওয়াত। ভিডিওর ক্যাপশনে লেখেন, “চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেত্রী তথা বিজেপির প্রাক্তন তারকা প্রচারক রিমি সেন আজ কংগ্রেসে যোগ দিলেন পরিবর্তনের গতি বাড়ানোর জন্য।” 

[আরও পড়ুন: জীবনের প্রথম আয় মোটে ২৫ টাকা, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement