shono
Advertisement

Breaking News

Air India crash

সবচেয়ে বড় আর্থিক ধাক্কা! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কত কোটির ক্ষতি বিমা সংস্থার?

ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে টাটা।
Published By: Amit Kumar DasPosted: 07:41 PM Jun 14, 2025Updated: 07:42 PM Jun 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানী তো বটেই, এই দুর্ঘটনাকে বিপুল আর্থিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। অনুমান করা হচ্ছে, এই দুর্ঘটনার জেরে জীবন বিমা বাবদ খরচ হতে পারে প্রায় ১২০০ কোটি টাকা।

Advertisement

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলট-পালট করে দিয়েছে সবকিছু। গত বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরই আছড়ে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বোরিং ৭৮৭-৮ বিমান। অভিশপ্ত ওই বিমানে সওয়ার ছিলেন ২৪২ জন যাত্রী। এর মধ্যে ১৬৯ জন ভারতীয় ও ৫৩ জন ব্রিটিশ, পর্তুগালের ৭ জন ও কানাডার এক নাগরিক। পাশাপাশি পাইলট ও বিমান সেবিকা মিলে ছিলেন ১২ জন। এদের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ইতিমধ্যেই মৃতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিমান সংস্থা টাটা। তবে পাশাপাশি ১৯৯৯ সালের মনট্রিয়াল কনভেশনের অধীনে বিমা বাবদ মৃতের পরিবারগুলিকে দিতে হবে আরও ১.৮ কোটি টাকা। ২০০৯ সালে এই কনভেনশনে সাক্ষর করেছিল ভারত।

বিমা কাঠামো অনুযায়ী, প্রধান বিমা সংস্থা টাটা এআইজি মোট বিমার ৪০ শতাংশের দায়িত্বে রয়েছে। বাকি অংশে রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স, আইসিআইসিআই লম্বার্ড, এবং অন্যান্য সরকারি বিমা সংস্থা। সবমিলিয়ে বিমা বাবদ ক্ষতিপূরণের অঙ্ক পৌঁছতে পারে ১০০০ বা ১২০০ কোটিতে। এর মধ্যে থাকবে বিমানের ক্ষতি, যাত্রীদের ক্ষতিপূরণ ও অন্যান্য ক্ষতি। এছাড়া ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজটি ইতিমধ্যেই পুনর্নির্মাণের ঘোষণা করেছে টাটা।

মনট্রিয়াল কনভেনশন অনুযায়ী, বিমান সংস্থাকে দুর্ঘটনার পরবর্তী দুই বছরের মধ্যে এই ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্তদের। তবে তাৎক্ষণিকভাবে ১৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে বিমা সংস্থা। শুধু তাই নয়, যদি দেখা যায় বিমানের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে সেক্ষেত্রে পরিবারগুলিকে আরও বেশি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে বিমা সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।
  • ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানী তো বটেই, এই দুর্ঘটনাকে বিপুল আর্থিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
  • এই দুর্ঘটনার জেরে জীবন বিমা বাবদ খরচ হতে পারে প্রায় ১২০০ কোটি টাকা।
Advertisement