সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) সস্তার উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’ (Akasa Air) আকাশে ডানা মেলতে পারে আগামী জুলাই মাসে। সোমবার নয়া সংস্থার বিমানের ছবি প্রকাশ্যে এল। আকাশ এয়ারের তরফেই ওই ছবি টুইট করা হয়। সঙ্গে ক্যাপশন, ‘শান্ত থাকতে পারছি না!’
ক’ দিন আগেই দেশের বিমান পরিচালন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) জানিয়েছিল, আকাশ এয়ারের প্রথম বিমান জুন বা জুলাই মাসে কোম্পানির হাতে আসতে পারে। তবে সঙ্গে সঙ্গে বাণিজ্যিক উড়ান চালু করার নিয়ম নেই। নির্দিষ্ট নিয়ম মেনে বেশ কয়েকটি পরীক্ষামূলক উড়ানের পরেই ওই ছাড় দেওয়া হবে। আকাশ এয়ার নিয়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখনই প্রথমবার তাদের বিমানের ছবি প্রকাশ্যে আনল রাকেশ ঝুনঝুনওয়ালার সংস্থা। সোমবারের বিমানের ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে লেখা হয়, “শান্ত থাকতে পারছি না! স্বাগত জানান আমাদের কিউ পি বিমানকে।” কিউ পি আসলে আকাশ এয়ারের কোড।
[আরও পড়ুন: জ্বালানিতে কর ছাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে ১০ শতাংশ, দাবি ব্যবসায়ী সংগঠনের]
শেষ খবর পাওয়া পর্যন্ত, আকাশ এয়ার তাদের প্রথম বিমান হাতে পাবে জুন মাসে। পরিষেবা চালু হতে হতে জুলাই। তবে গত বছরের অক্টোবর মাসেই অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের (Civil Aviation Ministry) ছাড়পত্র পেয়ে গিয়েছিল নয়া বিমান সংস্থাটি। সংস্থার ম্যনেজিং ডিরেক্টর বিনয় দুবে (Vinay Duve) বলেন, “জুন মাসের মাঝামাঝি সময়ে আমাদের হাতে বিমান চলে আসবে। তা পেলেই আমরা অপারেটিং পারমিট পাওয়ার বিষয়ে একধাপ এগোতে পারব। এরপর নিয়মমতো পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করব। যার মাধ্যমে আমরা এওপি-র (এয়ার অপারেটর পারমিট) অনুমোদন পাব।”
[আরও পড়ুন: বিজেপি ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে রাস্তা আটকে নমাজপাঠ, হুঙ্কার যোগীর]
প্রসঙ্গত, গত বছরই জানা গিয়েছিল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা নতুন এয়ারলাইন্স চালু করতে চলেছেন। আগামী ৪ বছরের মধ্যে ৭০টি বিমানের উড়ান শুরু করতে পারে তাঁর সংস্থা। এই উড়ান হবে তুলনায় সাশ্রয়ী। ভবিষ্যতে অনেক বেশি মানুষ আকাশপথে সফর করবেন। এই ভাবনা থেকেই আকাশ এয়ার-এর বাণিজ্য পরিকল্পনা।