shono
Advertisement
Akhilesh Yadav

প্রথম দফা ভোটের পর 'আত্মবিশ্বাসী' অখিলেশ, নিজেই নামছেন লোকসভার লড়াইয়ে

২০০০ সালে প্রথমবার এই আসনে জেতেন সমাজবাদী পার্টির নেতা।
Posted: 06:40 PM Apr 24, 2024Updated: 06:40 PM Apr 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত লোকসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান তথা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এসপি নেতা নিজে অবশ্য একথা জানাননি। বুধবার দলের তরফে একথা ঘোষণা করেন দলের রাজ্যসভার নেতা তথা অখিলেশের কাকা রামগোপাল যাদব। কোন আসনে দাঁড়াচ্ছেন অখিলেশ?

Advertisement

রামগোপাল জানান, দল সিদ্ধান্ত নিয়েছে কনৌজ আসন থেকে লড়বেন অখিলেশ। বিগত সময় কনৌজে লোকসভার লড়াইয়ে মোট তিনবার জিতেছেন অখিলেশ। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিংহ (Mulayam Singh Yadav) যাদবের পুত্র অখিলেশ প্রথমবার ২০০০ সালে জেতেন এই আসনে। পরবর্তীকালে ২০০৪ এবং ২০০৯-এর লোকসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি।

 

[আরও পড়ুন: আগুনে গরমে আইসক্রিমের হাতছানি! সকাল সকাল ভোট দিলেই মিলবে ‘পুরস্কার’, কোথায়?

যদিও পরবর্তীকালে ২০১২-র উপনির্বাচন এবং ২০১৪-র লোকসভা নির্বাচনে কনৌজ থেকে জিতেছিলেন অখিলেশের স্ত্রী ডিম্পল। যদিও ২০১৯ সালে হারের মুখ দেখতে হয় অখিলেশ জায়াকে। জয়ী হন বিজেপি প্রার্থী সুব্রত পাঠক। এবার সেই কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন অখিলেশ। আগামী ১৩ মে চতুর্থ দফায় কনৌজ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। অন্যদিকে শ্বশুর মুলায়মের আর এক প্রাক্তন লোকসভা কেন্দ্র মৈনপুরীতে প্রার্থী হয়েছেন ডিম্পল। বিশেষজ্ঞদের ধারণা, প্রথম দফা ভোটের পর দলীয় সূত্রে হাওয়া ঘোরার খবর পেয়ে আত্মবিশ্বাসী অখিলেশ। সেই কারণেই লোকসভায় লড়ার সিদ্ধান্ত। 

 

[আরও পড়ুন: কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উপর বড়সড় নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাঙ্কের, উদ্বেগে গ্রাহকরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১২-র উপনির্বাচন এবং ২০১৪-র লোকসভা নির্বাচনে কনৌজ থেকে জিতেছিলেন অখিলেশের স্ত্রী ডিম্পল।
  • রামগোপাল জানান, দল সিদ্ধান্ত নিয়েছে কনৌজ আসন থেকে লড়বেন অখিলেশ।
Advertisement