সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মকর সংক্রান্তির দিনে অন্য রূপে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন আমেদাবাদে শান্তিনিকেতন সোসাইটির ছাদে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে ঘুড়ি ওড়ালেন তিনি। মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে দক্ষিণ ও মধ্য ভারতের একাধিক রাজ্যে। সংক্রান্তির দিনে উত্তরায়ণ উপলক্ষে ঘুড়ি ওড়ানো হয় গুজরাটে। সেই উৎসবেই মঙ্গলবার যোগ দিলেন শাহ।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। তিনি একটি ভিডিও পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। তাতেই দেখা গিয়েছে, অন্যদের সঙ্গে ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছেন অমিত শাহ। হাসি মুখে ঘুড়ি ওড়ানো উপভোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে আশাপাশের ছাদে শাহকে দেখতে ভিড় জমে যায় সাধারণ মানুষের। অনেকেই বিরল কাণ্ডের ছবি তুলে রাখেন।
প্যাটেল এক্স হ্যান্ডেলে লেখেন, অমিত শাহ মেমনগরের শান্তিনিকেতন সোসাইটিতে স্থানীয়দের সঙ্গে মকর সংক্রান্তি উদযাপন করেন। উৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। সোসাইটির সদস্যরা রঙিন ঘুড়ি ও রঙ্গোলি দিয়ে সোসাইটি সাজিয়েছিলেন। উষ্ণ অভ্যর্থনার জন্য সোসাইটির সকল সদস্যদের ধন্যবাদ।
প্রসঙ্গত, উত্তরায়নে ঘুড়ি উৎসবে আমদাবাদের আকাশ-বাতাস জুড়ে এদিন ছিল 'কাই পো চে' বা 'ভোঁকাট্টা' উল্লাস। দুদিন ধরে চলবে এই ঘুড়ি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ‘ছাদ ব্যবসা’ বাড়ছে শহরে। উল্লেখ্য, জনপ্রিয়তার কারণেই গুজরাটে ঘুড়ি অন্যতম বড় ব্যবসা। দেশের ৪০ শতাংশ ঘুড়ি তৈরি হয় এই রাজ্যে।