shono
Advertisement

বিনামূল্যে খাবার দিয়ে আতঙ্কিত মানুষের পাশে ‘আম্মা ক্যান্টিন’

আম্মা থাকলে যেভাবে নাগরিকদের পাশে দাঁড়াতেন, ঠিক যেন সেভাবেই আতঙ্কিত মানুষদের পাশে দাঁড়াল ‘আম্মা ক্যান্টিন’৷ The post বিনামূল্যে খাবার দিয়ে আতঙ্কিত মানুষের পাশে ‘আম্মা ক্যান্টিন’ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:06 PM Dec 12, 2016Updated: 03:36 PM Dec 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মা নেই৷ বিপর্যয়ের মুখে তাই ভয়ে ভয়েই আছেন তামিলনাড়ুর বাসিন্দারা৷ কিন্তু তিনি না থাকলে কী হবে, তাঁর অভয় যেন এখনও সঙ্গে সঙ্গে আছে সকলের৷ আর তাই ভারদা যখন ধেয়ে এসেছে, তখন নাগরিকদের বিনামূল্যে খাবার বিতরণের সিদ্ধান্ত নিল ‘আম্মা ক্যান্টিন’৷

Advertisement

হাওয়া অফিসের সতর্কবার্তা আগেই ছিল৷ তাই শুকনো খাবার ঘরে তুলে রেখেছিলেন অনেকে৷ কিন্তু সকলের সেই সুযোগ হয়নি৷ এদিকে গোটা রাজ্য প্রায় বন্ধ৷ স্কুল-কলেজ থেকে শুরু করে দোকানপাটের ঝাঁপ নামানো৷ খাবার ও জল নিয়ে তাই বেশ সংকটেই সাধারণ মানুষ৷ এমন বিপর্যয়ের সময় সক্রিয় হল আম্মা ক্যান্টিন৷ তাদের তরফে জানানো হয়েছে সমস্ত নাগরিককে আজ বিনামূল্যে খাবার দেওয়া হবে৷

সকলের মুখে অন্ন তুলে দিতেই সদ্যপ্রয়াতা মুখ্যমন্ত্রী জয়ললিতা এই ক্যান্টিন তৈরি করেছিলেন৷ এমনিতেও একেবারে অল্প দামে খাবার মেলে এখানে৷ আম্মার প্রয়াণের দিন সারা রাজ্য যখন অঘোষিত বনধের আকার নিয়েছিল, তখনও নিজেদের দায়িত্ব পালন করেছিলেন আম্মা ক্যান্টিনের কর্মীরা৷ মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে সেই শোকের দিনেও সকলকে খাবার দিয়েছিলেন তাঁরা৷ বিপর্যয়ের দিনেও পিছু হটলেন না৷ আম্মা থাকলে যেভাবে নাগরিকদের পাশে দাঁড়াতেন, ঠিক যেন সেভাবেই আতঙ্কিত মানুষদের পাশে দাঁড়াল ‘আম্মা ক্যান্টিন’৷

The post বিনামূল্যে খাবার দিয়ে আতঙ্কিত মানুষের পাশে ‘আম্মা ক্যান্টিন’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement