shono
Advertisement

বিষ খাইয়ে খুন করা হতে পারে, আশঙ্কায় থাকতেন আম্মা!

কেন মাথাচাড়া দিয়েছে এই সম্ভাবনা? The post বিষ খাইয়ে খুন করা হতে পারে, আশঙ্কায় থাকতেন আম্মা! appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 PM Feb 07, 2017Updated: 08:14 AM Feb 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু একেবারে স্বাভাবিক একটি মৃত্যু৷ সেপটিসেমিয়ার কারণেই মৃত্যু হয়েছিল আম্মার৷ বিষয়টি নিয়ে অকারণ জলঘোলার আর কোনও কারণ নেই বলেও মনে করছিল বিশেষজ্ঞমহল৷ কিন্তু এরপরেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন এআইএডিএমকে নেতা পি এইচ পান্দিয়ান৷ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, আম্মার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি৷ এর পাশাপাশি তাঁর আরও দাবি দলের সদস্যদের ঠকিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ দখল করছেন শশীকলা নটরাজন৷

Advertisement

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শশীকলা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং এআইএডিএমকে দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য নন৷ শুধু তাই নয় অপর দলীয় নেতা মনোজ পান্দিয়ান বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা তাঁকে একবার বলেছিলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কখনই শশীকলাকে দেখতে চান না৷ এতেই থেমে নেই বিষয়টি৷ তাঁদের ধারণা, এমজিআর এবং জয়ললিতার আশীর্বাদ রয়েছে তামিলনাড়ুর সাধারণ মানুষের উপর৷ আর সেই কারণেই মুখ্যমন্ত্রী হিসাবে এখনও শপথ নিতে পারেননি শশীকলা৷ পান্দিয়ানের আরও দাবি, আম্মার সবসময়ই নিজের মৃত্যু নিয়ে আশঙ্কায় থাকতেন৷ তাঁকে বিষ খাওয়ানো হতে পারে, এমন ভয়ও পেতেন তিনি৷

পান্দিয়ানের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর আবারও নতুন করে আম্মার মৃত্যুর কারণ নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ সেই সঙ্গে শশীকলার রাজ্যভার নেওয়া নিয়েও ভিন্নমত পোষণ করছে বিশেষজ্ঞমহল৷

The post বিষ খাইয়ে খুন করা হতে পারে, আশঙ্কায় থাকতেন আম্মা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement