shono
Advertisement

Breaking News

যত কাণ্ড এয়ার ইন্ডিয়ায়! মাঝ আকাশে বিমানকর্মীকে মারধর যাত্রীর! তারপর যা হল…

দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ঘটনা।
Posted: 03:38 PM Apr 10, 2023Updated: 03:45 PM Apr 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এয়ার ইন্ডিয়ার (Air India) উড়ানে বিমানকর্মী-যাত্রী হাতাহাতি। প্রাথমিক বচসা তুমুল আকার ধারণ করে। অভিযোগ, একটা সময় দুই বিমানকর্মীর ‘গায়ে হাত দেন’ যাত্রী। গোটা ঘটনা ঘটে মাঝ আকাশে। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে লন্ডনগামী বিমানটিকে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট।

Advertisement

দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এর ঘটনা। সোমবার নির্দিষ্ট সময় সকাল ৬টা বেজে ৩৫ মিনিটে সেটি যাত্রা শুরু করে। যদিও ওড়ার কিছু পরেই দুই বিমানকর্মীর সঙ্গে বিবাদে জড়ান এক যাত্রী। সংস্থার তরফে দাবি করা হয়েছে, বিমানকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন ওই যাত্রী। এমনকী তাঁদের গায়ে হাত তোলেন। সেই কারণেই পাইলট দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন উড়ানটিকে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যাত্রীকে।

[আরও পড়ুন: দিল্লিতে DA-র ধরনামঞ্চে হাজির সিপিএম নেতা, দিলেন আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও]

মাঝ আকাশে তুমুল বিবাদের জেরে ৯ বেজে ৪২ মিনিট নাগাদ বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট।  সংবিমানস্থার তরফে বলা হয়েছে ‘নিরাপত্তা’ এবং বিমান সংস্থার ‘মর্যাদা’র কথা বিবেচনা করে উড়ানটিকে ফেরানো হয়েছে। উড়ান থেকে নামিয়ে দেওয়া ওই অভিযুক্তকে। এদিকে এই ঘটনার জন্য বিমানের অন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া।

[আরও পড়ুন: ক্ষমা চাইলেন দলাই লামা! কিশোরকে জিভ চুষে দেওয়ার প্রস্তাব নিয়ে কী বললেন ধর্মগুরু?]

প্রসঙ্গত, সাম্প্রতিককালে বিমানে একাধিক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। এয়ার ইন্ডিয়ার প্রস্রাবকাণ্ড থেকে শুরু করে মত্ত অবস্থায় একাধিক কাণ্ড ঘটাতে দেখা গিয়েছে যাত্রীদের। ইন্ডিগোর দু’টি বিমানে সিগারেট খাওয়া নিয়ে গোলমাল বাধে। প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তারও করা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement