shono
Advertisement

পরমবীর চক্র প্রাপকদের নামে দ্বীপ আন্দামানে, উদ্বোধনে মোদি

নেতাজির নামে দ্বীপে বিশেষ অনুষ্ঠান মোদির।
Posted: 12:18 PM Jan 22, 2023Updated: 01:50 PM Jan 22, 2023

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তথা পরাক্রম দিবস উপলক্ষে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি অনামী বড় দ্বীপের নামকরণ দেশের পরমবীর চক্র প্রাপকদের নামে করা হতে চলেছে।

Advertisement

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই নামকরণ পর্ব সারবেন। প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ কথা জানানোর পাশাপাশি সেদিনই সেখানে নেতাজির নামে দ্বীপে তাঁকে উৎসর্গ করে একটি রাষ্ট্রীয় স্মারকের মডেলেরও উদঘাটন করবেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: ঘনিষ্ঠ বন্ধুকে বিশ্বাস করাই কাল! মোটা টাকার প্রতারণার শিকার ক্রিকেটার উমেশ যাদব]

উল্লেখ্য, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman & Nicobar) ঐতিহাসিক গুরুত্বকে নজরে রেখে এবং নেতাজির সম্মানে ২০১৮ সালে দ্বীপপুঞ্জের সফরের সময় মোদি সেখানকার রস দ্বীপের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) দ্বীপ রেখেছিলেন। পরবর্তীকালে সেখানকার নীল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম পালটে শহিদ ও স্বরাজ দ্বীপ করা হয়।

দেশের যে সমস্ত পরমবীর চক্র বিজেতাদের নামে দ্বীপগুলির নামকরণ করা হতে চলেছে, সেই তালিকাও দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। তাতে মেজর সোমনাথ শর্মা, সুবেদার এবং ক্যাপ্টেন (তৎকালীন ল্যান্সনায়েক) করম সিং, এমএম, সেকেন্ড লেফটেন্যান্ট রমা রাঘোবা রানে, নায়েক যদুনাথ সিং, কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং, ক্যাপ্টেন জিএস সালারিয়া, লেফটেন্যান্ট কর্নেল (তৎকালীন মেজর) ধন সিং থাপা, সুবেদার যোগিন্দর সিং, মেজর শয়তান সিং, সিকিউএমএইচ আবদুল হামিদ, লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুর্জরজি তারাপুর, ল্যান্সনায়েক অ্যালবার্ট এক্কা, মেজর হোশিয়ার সিং, সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল, ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন, মেজর রামস্বামী পরমেশ্বরন, নায়েব সুবেদার বানা সিং, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজকুমার পাণ্ডে, সুবেদার মেজর (তখন রাইফেলম্যান) সঞ্জয় কুমার এবং সুবেদার মেজর অবসরপ্রাপ্ত (মাননীয় ক্যাপ্টেন) গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদবের নাম রয়েছে।

[আরও পড়ুন: খোদ মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে FBI হানা, ম্যারাথন তল্লাশিতে উদ্ধার বহু গোপন সরকারি নথি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement