shono
Advertisement
Congress

বারবার লোডশেডিং! রাগে বিদ্যুৎ দপ্তরের ৩ কর্তার বাড়ির লাইন কাটলেন কংগ্রেস বিধায়ক

থানায় অভিযোগ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে।
Published By: Saurav NandiPosted: 02:00 PM Dec 25, 2025Updated: 02:10 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘন ঘন লোডশেডিং! অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন বিধায়ক। বার বার বিদ্যুৎবিভ্রাটে এতটাই মেজাজ হারিয়েছিলেন যে, শেষমেশ বিদ্যুৎ দপ্তরের তিন কর্তার বাড়ির বিদ্যুতের লাইনই কেটে দিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারের সেই কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র জাত্তি। এই ঘটনায় বীরেন্দ্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ দপ্তর।

Advertisement

মঙ্গলবার দলবল নিয়ে প্রথমে বিদ্যুৎ দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার বিবেক রাজপুতের বাড়িতে যান বীরেন্দ্র। সঙ্গে করে নিয়ে যান একটি মই আর তার কাটারা যন্ত্র। এর পর নিজেই মই বেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিবেকের বাড়ির লাইন কেটে দেন বলে অভিযোগ। এর পর একে একে চিফ ইঞ্জিনিয়ার অনুপম সিং এবং এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনোদ পান্ডের বাড়ির বিদ্যুতের লাইনও একই ভাবে কেটে দেন বীরেন্দ্র।

বিধায়কের অভিযোগ, দিনে ৫-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কোনও ঘোষণা ছাড়াই লোডশেডিং করে দেওয়া হয়। এতে তাঁর বিধানসভা এলাকার মানুষজন অত্যন্ত সমস্যার মধ্যে পড়ছেন। বীরেন্দ্রর আরও অভিযোগ, ১০ দিন ধরে লাগাতার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনও কাজ হয়নি। বিধায়কের কথায়, ‘‘এক ঘণ্টা লোডশেডিং হলেই বিদ্যুৎকর্তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। সেখানে আমজনতাকে ঘণ্টার পর ঘণ্টা এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।’’

পাল্টা বিদ্যুৎ দপ্তরের বক্তব্য, বিধায়ক আইন নিজের হাতে তুলে নিয়েছেন। ঠিকমতো শাটডাউন না করেই বিদ্যুতের তার কেটেছেন তিনি। এতে বড়সড় বিপদ হতে পারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘন ঘন লোডশেডিং! অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন বিধায়ক।
  • বার বার বিদ্যুৎবিভ্রাটে এতটাই মেজাজ হারিয়েছিলেন যে, শেষমেশ বিদ্যুৎ দপ্তরের তিন কর্তার বাড়ির বিদ্যুতের লাইনই কেটে দিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারের সেই কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র জাত্তি।
  • এই ঘটনায় বীরেন্দ্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ দপ্তর।
Advertisement