সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্তাচলে লাল সূর্য! এবার ওড়িশার কন্ধমলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে। তাঁর মাথার দাম ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা। গত মাসেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজুতে নিহত হয়েছিলেন মাওবাদী শীর্ষ নেতা মাডবী হিদমা। বলাবাহুল্য, দুই মাসে দুই শীর্ষ মাও নেতার মৃত্যুতে আরও নড়বড়ে পরিস্থিতি হল নকশালবাদী সংগঠনটির। এদিন ওড়িশার জঙ্গলে নিহত হয়েছে আর ৩ মাও সদস্য।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ওড়িশার কন্ধমল জেলার জঙ্গলে মাওবাদীদের একটি দলকে ঘিরে ফেলে বিএসএফ এবং সিআরএফ জওয়ানরা। এরপর শুরু হয় ধুন্ধুমার গুলির লড়াই। তাতেই মৃত্যু হয় মোট চার জন মাওবাদীর। এই চার জনের একজন হলেন মাও সেন্ট্রাল কমিটির সদস্য গণেশ উইকে। তাঁর মাথার দাম ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা। নিহত বাকি তিন জনের মধ্যে দু'জন মহিলা সদস্য বলে জানা গিয়েছে।
তেলেঙ্গানার নলগোন্ডা জেলার চেন্দুর মণ্ডলের পুল্লেমালা গ্রামের বাসিন্দা ছিলেন গণেশ উইকে। যদিও মাওবাদী সদস্যদের কাছে গণেশ পাক্কা হনুমন্তু, রাজেশ তিওয়ারি, চামরু এবং রুপা নামে পরিচিত ছিলেন তিনি। নিরাপত্তাবাহিনীর এক আধিকারিক বলেন, এটা আমাদের বাহিনীর জন্য একটি ঐতিহাসিক সাফল্য। মাও নেতার মাথার দাম ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা। গণেশের মৃত্যুতে মাওবাদীদের সাংগঠনিক কাঠামোর মেরুদণ্ড ভেঙে গিয়েছে।
