shono
Advertisement
India

ঘুম উড়ল ‘ড্রাগনের’! পরমাণু সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, আওতায় পাকিস্তানও

মিসাইলটি ৩৫০০ কিলোমিটার পাল্লার।
Published By: Subhodeep MullickPosted: 12:49 PM Dec 25, 2025Updated: 01:36 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারমাণবিক সাবমেরিন ‘আইএনএস অরিঘাত’ থেকে ব্যালিস্টিক মিসাইল কে-৪-এর সফল উৎক্ষেপণ করল ভারত। মঙ্গলবার বঙ্গোপসাগরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে খবর। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ভারত। ৩৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির আওতায় পড়ছে পাকিস্তান-সহ চিনের একটা বিরাট অংশ।

Advertisement

কঠিন জ্বালানি দ্বারা চালিত কে-ফোর মিসাইল ভারতের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সমুদ্রের গভীর থেকে এটি শত্রুকে নিশানা করতে সক্ষম। সুত্রের খবর, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে বিশাখাপত্তনম উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়। গত নভেম্বর মাসেও এই ধরনের একটি পরীক্ষা করেছিল নৌসেনা। সংবাদসংস্থা সূত্রে খবর, একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরও কিছু পরীক্ষা চালাবে নৌসেনা। 

উল্লেখ্য, ভারতের কাছে এই মুহুর্তে পারমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে দুটি। তার একটি হল ‘আইএনএস অরিহন্ত’ এবং অন্যটি ‘আইএনএস অরিঘাত’। দুটি ডুবোজাহাজই পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণে সক্ষম। সেনা সূত্রে খবর, আগামী বছরের মধ্যে একই ধরনের আরও একটি ডুবোজাহাজ তৈরি করে ফেলবে ভারতীয় সেনা।

কী বৈশিষ্ট্য এই ‘আইএনএস অরিঘাত’-এর? সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘আইএনএস অরিঘাত’-এর দৈর্ঘ্য ১১৩ মিটার। এখানে রয়েছে চারটি কে-১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রয়েছে ১২টি কে ১৫ এসএলবিএম (সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল)। ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে ২১ ইঞ্চির চারটি টর্পোডো। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারমাণবিক সাবমেরিন ‘আইএনএস অরিঘাত’ থেকে ব্যালিস্টিক মিসাইল কে-৪-এর সফল উৎক্ষেপণ করল ভারত।
  • মঙ্গলবার বঙ্গোপসাগরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে খবর।
Advertisement